নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৮ এপ্রিল ২০২২
নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

ক্যাম্প ন্যু প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন অবধি হোম ভেন্যু হিসেবে অন্য কোনো মাঠ ব্যবহার করেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে এবার প্রথমবারের মতো অন্য মাঠকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। ২০২৩-২৪ মৌসুমের জন্য স্পেনের অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষকে অতিথেয়তা দিবে তারা।

বার্সেলোনার বর্তমান মাঠ ক্যাম্প ন্যু সংস্কারের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ। ১৯৫৭ সালে প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য ক্যাম্প ন্যু উন্মুক্ত করে দেয়া হয়। তারপর থেকে খেলা চলছে স্টেডিয়ামটিতে। বর্তমানে এর ধারণক্ষমতা ৯৯,৩৫৪। যা আবার ইউরোপের সর্বোচ্চ।

আইকনিক এই ভেন্যুটিকে ২০২২-২৩ সাল থেকে স্পটিফাই ক্যাম্প ন্যু নামকরণ করা হবে। চলতি বছরের মার্চ মাসে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং কোম্পানি স্পটিফাইয়ের সাথে ক্লাবটি একটি লাভজনক স্পনসরশিপ চুক্তি করার পরে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সেই উপলক্ষ্যেই স্টেডিয়ামটি সংস্কার করা হবে।

ক্যাম্প ন্যু সংস্কারের খবরের সত্যতা নিশ্চিত করে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে বার্সেলোনা। যেখানে লেখা রয়েছে, ‘চলতি জুনে বার্সার কেন্দ্রস্থল ক্যাম্প ন্যুতে সংস্কারের কাজ শুরু হবে। চলতি মৌসুম শেষ হওয়ার ঠিক পরেই কাজ শুরু হবে। যার জন্য সরকারের অনুমোদন পাওয়া গেছে।’

‘ক্যাম্প ন্যু-এর অভ্যন্তরে দক্ষিণের অতিরিক্ত কাঠামো ভেঙে ফেলা হবে। যেখানে মেডিকেল সেন্টারটি অবস্থিত ছিল সেখানের পুনরুদ্ধারের কাজ করা হবে। দূষিত বাতাস বের হওয়ার ব্যবস্থার সঙ্গে পানি নিরোধক স্ট্যান্ডও তৈরী করা হবে। কাঠামোগত ব্যবস্থার উন্নতি ও সংস্কার করা হবে।’ – কর্তৃপক্ষ যোগ করে।

ক্যাম্প ন্যু সংস্কারের অংশ হিসেবে ২০২৩-২৪ মৌসুমে স্পেনের অলিম্পিক স্টেডিয়ামে খেলবে বার্সা। যেটি লুইস কোম্পানি স্টেডিয়াম নামেও পরিচিত। সেটাকে অস্থায়ী ভিত্তিতে তাদের ম্যাচ আয়োজনের জন্য ঠিক করা হয়েছে। যখন ক্যাম্প ন্যু সংস্কার করা হবে, তখন বার্সা টিম এখানেই থাকবে।

স্পেনের মন্টজুইক-এ অবস্থিত এই মাঠটির ধারণক্ষমতা ৫৫,৯২৬। এটি ১৯৯২ সালের অলিম্পিক গেমসের প্রধান ভেন্যু ছিল। এখানে বর্তমানে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয় না। বিশেষ ম্যাচ থাকলে তবেই খেলা হয় ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ তারকার সাথে চুক্তি নবায়ন করবে বার্সেলোনা

পাঁচ তারকার সাথে চুক্তি নবায়ন করবে বার্সেলোনা

আবারও বিশ্বরেকর্ড গড়লো ক্যাম্প ন্যু

আবারও বিশ্বরেকর্ড গড়লো ক্যাম্প ন্যু

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ