চ্যাম্পিয়নস লিগের কাঠামোগত পরিবর্তন আসতে যাচ্ছে, এই ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে বাড়বে দল এবং ম্যাচ সংখ্যা। শুধু তাই নয়, সেমি-ফাইনালে দুই লেগ পদ্ধতিও বাতিল করতে যাচ্ছে উয়েফা।
নতুন গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান পদ্ধতি বদলে ফেলার চিন্তা-ভাবনা শুরু করেছে উয়েফা। নতুন ছকে সেমি-ফাইনালে ওঠা চার দলকে কোনো এক শহরে নিয়ে গিয়ে এক লেগের সেমি-ফাইনাল এবং ফাইনাল আয়োজন করা হবে।
বর্তমানে চ্যাম্পিয়নস লিগের প্রতি আসরে অংশ নেয় ৩২ দল। ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে দল সংখ্যা বাড়বে চারটি। সেই আসর থেকে দল সংখ্যা হবে ৩৬ টি।
বর্তমানে চ্যাম্পিয়নস লিগে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বে। আর এই গ্রুপ পর্বের দলগুলোকে খেলতে হয় ৬ টি করে ম্যাচ। তবে নতুন নিয়মে ‘সুইস রাউন্ড’ দলগুলোকে খেলতে হবে ১০ টি করে ম্যাচ।
এতো গেল গ্রুপ পর্বের পরিবর্তন। সেমি-ফাইনাল এবং ফাইনালে সাতদিনের মধ্যে আয়োজন করার প্রস্তাবনা নিয়ে এসেছে উয়েফা। সেখানে সেমি-ফাইনাল দুই লেগের পরিবর্তে হবে এক লেগের। আর সেমি-ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একই শহরে। যে সপ্তাহে এই ম্যাচগুলো আয়োজন করা হবে, তাকে বলা হবে ‘উইক অব ফুটবল’।
করোনাভাইরাস মহামারির কারণে একটু ভিন্নভাবে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ শেষ করেছিল উয়েফা। সেবার কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য সব দলকে পর্তুগালের নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অনুষ্ঠিত হয়েছিল এক লেগের কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল।
চলতি বছরের ১১ মে ভিয়েনায় উয়েফার কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানেই জানা যাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি-না।
সেমি-ফাইনালে দুই লেগের উঠিয়ে দেওয়ায় উয়েফার আয়ের পরিমান কমবে না বলেও ধারণা করা হচ্ছে। কারণ এক সপ্তাহের মধ্যে সেমি-ফাইনাল এবং ফাইনাল আয়োজন করায় এই আর্থিকভাবে কোনো ক্ষতির সম্মুখীন হবে না উয়েফা। আর ম্যাচ সংখ্যা কমায় ক্লাবগুলোও এই বিষয়ে রাজি বলে ধারণা করা হচ্ছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর