একসময় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে শীর্ষ দুটি নামই ছিল মেসি এবং রোনালদো। সময়ের ক্রমে এই দুজনের জায়গা দখল করে নিয়েছেন অন্যরা। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে গোল্ডেন বুট লড়াইয়ের দৌড়ে এগিয়ে আছেন শীর্ষ তারকাদের কয়েকজন।
২০২১-২২ মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৩৩টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। গত মৌসুমেও এই ট্রফি জিতেছিলেন তিনি। সব ঠিক থাকলেও এবারও এই পুরস্কারটি জিততে যাচ্ছেন।
লেভানডোভস্কির পরেই আছেন ল্যাজিওর সিরো ইমোবাইল। ইতালিয়ান সিরিএ-তে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন এই তারকা। এক গোল কম নিয়ে তিনে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। যার গোলসংখ্যা ২৫।
যদিও এখনই নির্ধারিত হচ্ছে না চূড়ান্ত বিজয়ী। চলতি মৌসুমের এখনো বাকি। সুতরাং বলাই যায়, গোল সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে তিনজনের সামনেই। বড় সুযোগটা বেনজেমার সামনে। তার সামনে ম্যাচ বাকি আছে পাঁচটি। তাতে আট গোল করা তার পক্ষে অসম্ভব নয়।
চলতি মৌসুমে মেসি কিংবা রোনবালদোর অবস্থা শোচনীয়। মেসির নামের পাশে লিগে গোল মাত্র ১টি! ঐদিকে প্রিমিয়ার লিগে ১৬ গোল করলেও রোনালদোর পক্ষে সেরা দশে জায়াগ করে নেয়া কষ্টকর। কেননা সেরা দশের সবশেষ খেলোয়াড়ের গোলই ২০টি!
লেভানডোভস্কি, ইমোবাইল ও বেনজেমা বাদে তালিকায় বাকিদের মধ্যে আছেন জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচ (২৩), পিএসজির কিলিয়ান এমবাপে (২২), লিভারপুলের মোহামেদ সালাহ (২২), বেয়ার লেভারকুসেনের প্যাট্রিক শিক (২১), মার্টিন টেরিয়ার (২১) ও উইসাম বেন ইয়েদার (২০)।
স্পোর্টসমেইল২৪/এএইচবি