ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালের পথে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০২২
ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালের পথে লিভারপুল

কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়েছিল ভিয়ারিয়াল। সেমিফাইনালে ভয়টা থেকেই গিয়েছিল লিভারপুল কোচ জার্গেন ক্লপের মনে। ম্যাচের শুরুতে সেটা দেখা গেলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি স্প্যানিশরা। সেমিফাইনালের প্রথম লেগে তাদেরকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল।

বাংলাদেশ সময় বুধবার (২৭ এপ্রিল) ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই ভিয়ারিয়ালের ওপর প্রবল চাপ তৈরি করে লিভারপুল। ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা। ত্তবে মোহামেদ সালাহর ক্রসে হেডে লক্ষ্যভেদ করতে পারেননি সাদিও মানে।

১৩তম মিনিটে লুইজ দিয়াজের নেয়া দূরপাল্লার শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। ৩১তম মিনিটে আবারও গোলরক্ষক বরাবর শট নিয়ে অল রেডদের হতাশ করেন দিয়াজ। পরের কয়েক মিনিটে দুটি ভালো সুযোগ মিস করেন মানে ও সালাহ।

প্রথমার্ধে আরও দুইটা আক্রমণ করেও গোল নামক সোনার হরিণের দেখা পায়নি লিভারপুল। অবশেষে দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়িয়ে লিভারপুলকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন পেরভিস এস্তুপিনান।

৫৩তম মিনিটের মাথায় ডান দিক থেকে শট নেন জর্ডান হেন্ডারসন। সেটা ঠেকাতে গিয়েছিলেন পেরভিস এস্তুপিনান। কিন্তু বল তার পায়ে লেগে আরও উঁচুতে উঠে রুলিকে ফাকি দিয়ে জড়িয়ে যায় জালে। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না ভিয়ারিয়াল গোলরক্ষকের।

আত্মঘাতী গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও গোল! ৫৫ মিনিটে ডি-বক্সের মুখ থেকে ডিফেন্ডার পাও তরেসেরে পায়ের ফাঁক দিয়ে মানের দিকে থ্রু পাস বাড়ান সালাহ। দারুণ টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগাল তারকা। চলতি মৌসুমে মানের মোট গোল হলো ২০টি।

এরপর কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোন দল। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা। দ্বিতীয় লেগে ৪ এপ্রিল (বুধবার) ভিয়ারিয়ালের ঘরের মাঠে আবারও মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বারুদঠাসা ম্যাচে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে সিটি

বারুদঠাসা ম্যাচে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে সিটি

গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলবেন ক্যাসেমিরো

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলবেন ক্যাসেমিরো

আবারও বিশ্বরেকর্ড গড়লো ক্যাম্প ন্যু

আবারও বিশ্বরেকর্ড গড়লো ক্যাম্প ন্যু