ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ফুটে উঠেছিল রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের দূর্বলতা। তবে সিটিজেনদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে এই শূন্যতা থাকবে না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। কারণ মাঠে ফিরবেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম ভরসা ক্যাসেমিরো।
চোট সমস্যার কারণে মঙ্গলবার (২৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে ছিলেন না রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। মাঝমাঠে তার অভাব পূরণ করার চেষ্টা করেছিলেন ফেদেরিকো ভালভার্দে। কিছুটা সফলও হয়েছিলেন তিনি। তবুও ক্যাসিমিরোর উপরই ভরসা রাখতে চান আনচেলত্তি।
ক্যাসেমিরো না থাকায় ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোণঠাসা হয় পড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচ জমিয়ে তোলে রিয়াল। যদিও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছে লস ব্ল্যাঙ্কোসরা।
বেশ কিছুদিন ধরেই ইনজুরির সাথে লড়াই করছেন ক্যাসেমিরো। এই কারণে লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। পাশাপাশি মিস করলেন চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচ।
তবে দ্বিতীয় লেগে নিশ্চিতভাবেই ক্যাসেমিরো থাকবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, “ক্যাসেমিরো নিশ্চিতভাবেই খেলবে (দ্বিতীয় লেগ)। (ডেভিড) আলাবাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
দ্বিতীয় লেগে ক্যাসেমিরোর পাশাপাশি ডেভিড আলাবাকেও পূর্ণ সময়ের জন্য মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ আনচেলত্তি। শেষ পর্যন্ত রিয়াল তাদেরকে নিয়ে একাদশ সাজালে ম্যানচেস্টার সিটির জন্য জয় পাওয়াটা কঠিনই হবে।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শেষ দুই রাউন্ডেই নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। এরই ধারাবাহিকতায় নিজ মাঠে সিটিজেনদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এই ইতালিয়ান কোচ।
এই বিষয়ে তিনি বলেন, “সিটি সুবিধাজনক অবস্থায় আছে, আমরা এটি বিবেচনায় রাখব। তবে একই সঙ্গে এটাও জানি, তারা খুব বেশি এগিয়ে নেই। আমরা আরেকটি জাদুকরী রাতের জন্য লড়াই করতে যাচ্ছি।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর