চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ডি ব্রুইনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০২২
চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ডি ব্রুইনের

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিয়েছিল ম্যানচেস্টার সিটি। রিয়ালকে ৪-৩ গোলে হারানোর এই ম্যাচে গোল উৎসবের সূচনাটা হয়েছিল কেভিন ডি ব্রুইনের পা থেকেই। আর ম্যাচে প্রথম গোল করে সেমি-ফাইনালে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এই বেলজিয়ান তারকা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের ৯৪তম সেকেন্ডে প্রথম গোলের দেখা পায় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটিজেনরা।

এই গোলেই চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড নিজের করে নেন ডি ব্রুইন। এর আগে দ্রুততম গোলের রেকর্ড ছিলো বায়ার্ন তারকা জশুয়া কিমিখের দখলে। 

২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্রুততম গোলের রেকর্ড গড়েন এই জার্মান তারকা। সেই ম্যাচে তিন মিনিটের মাথায় গোল করেন কিমিখ।

মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ডি ব্রুইনির এই গোলের পর দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে সিটির হয়ে আরও দুই গোল করেন ফিল ফোডেন এবং বানার্দো সিলভা। অপরদিকে রিয়ালের হয়ে তিন গোলের দুইটি করেন করিম বেনজেমা এবং অপরটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে।

শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে সিটিজেনরা। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে চলতি বছরের ৫ মে, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো ব্যানার্ব্যুতে আতিথ্য নিবে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আরেকটি মহারণের জন্য রিয়ালকে প্রস্তত হতে বললেন আনচেলত্তি

আরেকটি মহারণের জন্য রিয়ালকে প্রস্তত হতে বললেন আনচেলত্তি

বারুদঠাসা ম্যাচে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে সিটি

বারুদঠাসা ম্যাচে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে সিটি

ম্যানসিটির বিপক্ষে আলাবা-ক্যাসেমিরোকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ

ম্যানসিটির বিপক্ষে আলাবা-ক্যাসেমিরোকে নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস