ফাইনালে যেতে ম্যানচেস্টার সিটি ফুটবলারদের নিষ্ঠুর হতে বললেন গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৭ এপ্রিল ২০২২
ফাইনালে যেতে ম্যানচেস্টার সিটি ফুটবলারদের নিষ্ঠুর হতে বললেন গার্দিওয়ালা

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে জয় পেলেও একাধিক সুযোগ মিস করে আফসোসে পুড়ছে ম্যানচেস্টার সিটি। এক হালি গোল দিলেও তিন গোল হজম করে ব্যবধান বড় করতে পারেনি সিটিজেনরা। ফাইনালে যেতে হলে রিয়ালের বিপক্ষে ২য় লেগে বার্নাব্যূতে নিজেদের নিষ্ঠুর হতে বলছেন সিটিজেন বস গার্দিওয়ালা বস।

গার্দিওয়ালা সিটির দ্বিতীয়ার্ধের পারফর্মেন্স নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন ম্যাচ চলাকালীন সময়ে। ম্যাচ শেষে বিষয়টি স্বীকার করেছেন সিটিজেন বস পেপ গার্দিওয়ালা।

তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, এটা ২-০ বা ৩-০ ও যদি হয় তাহলেও আমাদের জিততে হলে বার্নাব্যুতে ভালো খেলতে হবে। আমরা যদি দ্বিতীয়ার্ধের মত খেলি তাহলে কোনভাবেই জিততে পারবো না, তবে অন্য সময়ের মতো (প্রথমার্ধ) খেললে জেতা সম্ভব। আমাদের সেখানে (বার্নাব্যু) ভালো খেলতে হবে, আমার খেলোয়াড়দেরও সেটা বলেছি, অন্য কিছু ভাবার দরকার নেই।”

মাত্র ১২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেছিল স্বাগতিকরা। সাত গোলের ম্যাচে চার বারই লিড নেওয়া সিটি গোল ব্যবধান বড় রাখতে পারেনি। যদিও এক গোলের ব্যবধানেই তারা ২য় লেগে রিয়ালের বিপক্ষে তাদের মাঠে নামবে। 

সুযোগ মিস করলেও সেটি যে তাদেরই তৈরি করা ছিল সেটাই মনে করিয়ে দিলেন সিটিজেন বস। খেলোয়াড়দের নিয়ে তার কোন অভিযোগ নেই বললেন, তারা চেষ্টা করেছেন জেতার। গার্দিওয়ালা আরও বলেন, “আমরা মিস করেছি কিন্তু আমরাই সুযোগ তৈরি করেছি। পারফর্মেন্স, ফলাফল নিয়ে কোন অভিযোগ নেই। বিশ্বের সামনে আমরা যেভাবে খেলেছি তাতে আমি গর্বিত। আমরা ম্যাচটি জেতার জন্য সবরকম উপায়েই চেষ্টা করেছি।”

ভালো খেললেও সুযোগ কাজে লাগানোর ব্যাপারে আরো সচেতন হতে হবে বলে মনে করেন গার্দিওয়ালা। পেপ গার্দিওয়ালা আরো যোগ করেন, “কেউ বলতে পারবে না যে আমরা ভালো খেলিনি। আমরা জানি এই টুর্নামেন্ট আরো ভালো খেলা আশা করে এবং সেটাই করতে হবে। দিন শেষে আমরা যে সুযোগ গুলো তৈরি করি সেগুলা কাজে লাগাতে হবে।”

চলতি বছরের ৫ মে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দিবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে যেকোনো ব্যবধানে জয় কিংবা ড্র করলেই ফাইনাল নিশ্চিত করবে সিটিজেনরা। অপরদিকে রিয়াল মাদ্রিদের ফাইনালে যেতে হলে এগিয়ে থাকা সিটির বিপক্ষে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ডি ব্রুইনের

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ডি ব্রুইনের

আরেকটি মহারণের জন্য রিয়ালকে প্রস্তত হতে বললেন আনচেলত্তি

আরেকটি মহারণের জন্য রিয়ালকে প্রস্তত হতে বললেন আনচেলত্তি

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস