বেনজেমাকে ব্যালন ডি’অরের যোগ্য মানছেন ভিনিসিয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৭ এপ্রিল ২০২২
বেনজেমাকে ব্যালন ডি’অরের যোগ্য মানছেন ভিনিসিয়াস

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে ফরাসি তারকা করিম বেনজেমার দারুণ দুই গোলে ফাইনালের আশা জিইয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্যারিয়ারের সেরা সময় কাটানো বেনজেমা কি ব্যালন ডি’অর জিততে পারবেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারদিকে। এই সময়ই বেনজেমাকে ব্যালন ডি’অর পাওয়ার জন্য যোগ্য ভাবছেন তারই ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৪-৩ গোলে হেরেছে বেনজেমা। ম্যাচ হারলেও পুরো আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন এই ফরাসি তারকা। এরপরেই ভিনিসিয়াস জানালেন বেনজেমাই ব্যালন ডি’অরের দাবিদার।

চলতি ২০২১-২২ মৌসুমে দারুণ ছন্দে আছেন করিম বেনজেমা। এখন পর্যন্ত ৪২ ম্যাচে সমান সংখ্যক ৪২ গোল করেছেন এই তারকা। আর চ্যাম্পিয়নস লিগে আরও উজ্জ্বল এই তারকা। ইউরোপ সেরার লড়াইয়ে ১৪ গোল করে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

এরপরেই ভিনিসিয়াস জানিয়েছে, বেনজেমাকে বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। বলেন, “বেনজেমাকে যেভাবে খেলছে, তাকে বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। সে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য।”

তিনি আরও জানান, রিয়ালের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে পারবেন বেনজেমা। বলেন, “আমি আশা করি করি আমার ভাই বেনজেমা এবাব লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে।”

এই সময় ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের জন্য আফসোস করেন ভিনিয়াস। তার মতে, দ্বিতীয় লেগে নিজেদের ভুল শুধরে মাঠে নামতে হবে।

বলেন, “আমি কখনই হেরে খুশি থাকবো না বা থাকতে চাবো না। দ্বিতীয় লেগের আগে আমাদের সবক্ষেত্রেই উন্নতি করতে হবে।”

চলতি বছরের ৫ মে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে স্বাগতিক সমর্থকরাও বড় ভূমিকা রাখবেন বলেও বিশ্বাস করেন ভিনিসিয়াস।

তিনি বলেন, “আগে যতবারই আমরা খেলায় ফিরেছি, ব্যার্নাব্যুর দর্শকরা সেই ম্যাচগুলোতে বড় ভূমিকা রেখেছিল। এবারও তারা একই ভূমিকা রাখতে পারবে। সিটির বিপক্ষে আমাদের কষ্ট করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বারুদঠাসা ম্যাচে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে সিটি

বারুদঠাসা ম্যাচে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে সিটি

চেলসি ছাড়ছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার

চেলসি ছাড়ছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ