রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার পর ইনজুরিতে চলতি মৌসুমের প্রায় অর্ধেক সময় মাঠের বাইরে কাটিয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও ধীরে ধীরে জাত চেনাচ্ছেন তিনি। এবার নিজের জমানো ‘কারিশমা’ প্যারিসকে চান অভিজ্ঞ এই ডিফেন্ডার।
রামোস বলেছেন যে প্যারিস শহরের সাথে মানিয়ে নেওয়াটা তার জন্য খুব কঠিন হচ্ছে। তবে শহরের পরিবেশ কঠিন হলেও ড্রেসিংরুম তার জন্য এটিকে খুব সহজ করে দিয়েছে। ড্রেসিংরুমে নিজের সব পরিচিত মুখ পেয়েছেন রিয়ালের সাবেক খেলোয়াড়।
পিএসজির নিজস্ব মিডিয়া চ্যানেলে রামোস বলেছেন, ‘শুরুতে এখানে মানিয়ে নেওয়া কঠিন ছিল। আমি এতো বছর অন্য একটি ক্লাবে (রিয়াল মাদ্রিদ) কাটিয়ে এখানে এসেছি। যেখানে আমি ক্লাব, ঘর, বাচ্চাদের স্কুল সবকিছু নিয়ন্ত্রণে রেখেছিলাম।’
‘প্যারিসের মতো দর্শনীয় শহরে পৌঁছানো এতো সহজ ছিল না। এখানে একটি বাড়ি খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে দলের সঙ্গে আমার সংযোগ হয়েছিল খুবই দ্রুত। কারণ এখানে এমন খেলোয়াড় ছিল যাদের সাথে আমি আগেও একসাথে খেলেছি।’ - রামোস যোগ করেন।
এক্ষেত্রে রামোস পিএসজির কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের ভূমিকাকে তুলে ধরেন। যার সাথে তিনি রিয়াল মাদ্রিদে বেশ কয়েক বছর কাটিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ বেশ কয়েকটি ট্রফিও জিতেছেন।
নাভাস প্রসঙ্গে রামোস বলেন, ‘তিনি (নাভাস) আমার ভাই। রিয়াল মাদ্রিদে আমাদের একটি অসাধারণ সময় কেটেছে এবং দুর্দান্ত সম্পর্ক ছিল।এখানে তার সাথে দেখা হওয়ার পর আমার জন্য সবকিছু সহজ হয়ে গিয়েছে।’
রামোস আরও বলেছেন যে, রিয়াল মাদ্রিদ এবং স্পেনের রাজধানী ছেড়ে আসায় তিনি কিছু জিনিসের সাথে পরিচিত হয়েছেন। তিনি বলেন, ‘প্যারিসে অন্যান্য বিশেষ এবং জাদুকরী জিনিস রয়েছে। যা আমি অনুভব করছি। অজানা কিছুর প্রশংসা করার জন্য হলেও স্থান পরিবর্তন করা ভালো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি