২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৬ এপ্রিল ২০২২
২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো

বার্সেলোনার রক্ষণভাগের কান্ডারি হয়ে উঠছেন উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। নির্ভরতার প্রতীক হয়ে উঠা এই ডিফেন্ডারকে হাতছাড়া করতে চায় না বার্সেলোনা। তাই তো ২০২৬ সাল পর্যন্ত তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে কাতালান ক্লাবটি।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন আরাউহো। এই সময়ের মধ্যে তাকে অন্য ক্লাব ভেড়াতে চাইলে তাদেরকে খরচ করতে হবে ১ বিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার কোটি টাকা।

বিশাল অঙ্কের বাই আউট ক্লজ বার্সেলোনার জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে স্প্যানিশ তারকা পেদ্রিকেও বড় অঙ্কের বাই আউট ক্লজে আটকে রেখেছে কাতালান ক্লাবটি।

২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আরাউহো। শুরুতে অবশ্য বার্সেলোনার মূল দলে সুযোগ পাননি। রিভার্জ দলের হয়ে খেলে মূল একাদশে নিজের জায়গা করে নেন এই উরুগুয়ান ডিফেন্ডার।

২০১৮ সালেই বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হলেও কাতালান ক্লাবটিতে নিয়মিত হয়েছেন ২০২২ সালে এসে। দলটির হয়ে প্রথম গোল করেছেন ২০২১ সালের অক্টোবরে এল ক্ল্যাসিকোতে।

বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন আরাউহো। আর উরুগুয়ের জার্সিতে খেলেছেন ৯ ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে বার্সা ডিফেন্ডার দেস্ত

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে বার্সা ডিফেন্ডার দেস্ত

ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছে না বার্সেলোনা

ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছে না বার্সেলোনা

ম্যাচ হেরে চিন্তিত জাভি

ম্যাচ হেরে চিন্তিত জাভি

শিরোপা জয়ে আলভেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি

শিরোপা জয়ে আলভেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি