পিএসজির শিরোপা উদযাপনের নেতৃত্বে নেইমার, দেখা যায়নি মেসিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০২২
পিএসজির শিরোপা উদযাপনের নেতৃত্বে নেইমার, দেখা যায়নি মেসিকে

চলতি ২০২১-২২ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে ফরাসি ক্লাব পিএসজি। ১০ জনের লেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চলতি লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করে পচেত্তিনোর দল। ম্যাচ শেষে শিরোপা জয় উদযাপন করেন ফুটবলাররা। আশ্চর্যজনক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া উদযাপনের ছবিগুলোতে মেসি অনুপস্থিত। এদিকে পিএসজি সমর্থকরাও কোন উদযাপন করেননি এমনকি খেলোয়াড়দের সাথেও উদযাপনে যোগ দেননি। 

লেসের বিপক্ষে ম্যাচটি আলোচনায় ছিল পিএসজি কোচ পচেত্তিনোর জন্য। ম্যাচ শুরুর আগে সমর্থকদের তার প্রতি দুয়োধ্বনি ছাড়াও তাকে ছাটাই করার জোড় গুঞ্জন চলছিল। যদিও মেসির অসাধারণ গোলে লেসের বিপক্ষে ড্র করে লিগ ওয়ান ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ১০ম শিরোপা জিতেছে পিএসজি পচেত্তিনোর অধীনে।

পিএসজির শিরোপা জয়ের উদযাপনে নেত্বতৃ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। তবে ক্লাবের প্রতি নিজেদের প্রতিবাদ জারি থাকায় কোন উদযাপন করেননি পিএসজি সমর্থকেরা। গুঞ্জন আছে নেইমারই মেসির পিএসজিতে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও বেশ ঘনিষ্ট এটাও ফুটবল বিশ্ব অবহিত। অথচ পিএসজির হয়ে মেসির প্রথম শিরোপা জয়ে নেইমার নেত্বতৃ দিলেও সেখানে দেখা গেলো না মেসিকে।

২০১৭ সালে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আকাশ ছোঁয়া বেতনে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ইনজুরির কারণে চলমান মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটানো এই ব্রাজিলিয়ানের চলতি মৌসুমে গোলের সংখ্যা মাত্র ১১টি। লিগ ওয়ানে নিজের ৪র্থ শিরোপা জয়ের রাতে উদযাপনেও ছিলেন নেতার ভূমিকায়।

শিরোপা জিতলেও পিএসজির সমর্থকদের উযাদপন করার কোন আগ্রহ দেখা যায়নি। তবে ফুটবলাররা নিজেদের মত করে শিরোপ উদযাপন করেছেন। নেইমারের দেওয়া ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় শিরোপা জয়ীরা তাদের সাফল্য উদযাপন করছেন। স্টোরিতে মারকুইনাস, ইদ্রিসা সহ একাধিক পিএসজি তারকাকে দেখা গেলেও দেখা যায়নি নেইমারের সবচেয়ে ঘনিষ্ট বন্ধু মেসিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারদের উদযাপনের ছবিতে মেসি একেবারেই নিখোঁজ!

এর আগেও ক্লাবের বিপক্ষে প্রতিবাদ ও ফুটবলারদের দুয়োধ্বনি দিতে দেখা গেছে। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিপক্ষে হারের পর মেসি ও নেইমারকে তার দুয়োধ্বনি দিয়েছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :