আর্জেন্টিনার বিপক্ষে খেলে ‘বিদায়’ বলবেন কিয়েলিন্নি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৬ এপ্রিল ২০২২
আর্জেন্টিনার বিপক্ষে খেলে ‘বিদায়’ বলবেন কিয়েলিন্নি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার স্বাদ পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। টানা দুই বিশ্বকাপ খেলতে না পারার হতাশা নিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান তারকা জর্জিও কিয়েলিন্নি। জানিয়েছে, চলতি বছরের জুনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষেই তুলে রাখবেন ইতালির জার্সি।

ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন দলের লড়াই। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-ইতালি ম্যাচ। এই ম্যাচই হতে যাচ্ছে এই ইতালিয়ান ডিফেন্ডারের শেষ ম্যাচ।

২০২১ সালের জুলাইয়ে ওয়েম্বলিতেই তার নেতৃত্বাধীন আজ্জুরিরা ইংল্যান্ডকে হারিয়ে ঘরে তোলে ইউরোপ সেরা মুকুট। ট্রফি জেতার ওই ম্যাচে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।

তিনি বলেন, “ওয়েম্বলিতেই জাতীয় দলকে বিদায় জানাব আমি, যে মাঠে ইউরো জিতে ক্যারিয়ারের চূড়ায় স্পর্শ করার স্বাদ পেয়েছিলাম। ভালো কোনো স্মৃতি নিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চাই। ওই ম্যাচ নিশ্চিতভাবেই হতে যাচ্ছে ইতালির হয়ে আমার শেষ ম্যাচ।”

২০০৪ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন কিয়েলিন্নি। দলে নিজের জায়গা পাকা করে নেন ২০০৭ সালে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৬ ম্যাচ খেলেছেন তিনি। ইতালির জার্সিতে তার চেয়ে বেশি খেলেছেন মাত্র চারজন।

আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেও এখনও আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি কিয়েল্লিনি। এটা ভাবতে মৌসুমের শেষ পর্যন্ত সময় নিতে চান এই ডিফেন্ডার।

তিনি বলেন, “জুভেন্টাসের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক শেষ হচ্ছে না। এটা কখনোই শেষ হবে না। অবশ্যই এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সবকিছু মূল্যায়ন করতে হব আমার, ভেবে দেখতে হবে এবং পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে যে কোনটা সবচেয়ে ভালো।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাছাইপর্ব ব্যর্থতার পরও মানচিনিকেই চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন

বাছাইপর্ব ব্যর্থতার পরও মানচিনিকেই চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

ডোনারুম্মাকে দুয়ো, ক্ষুব্ধ মানচিনি

ডোনারুম্মাকে দুয়ো, ক্ষুব্ধ মানচিনি