সাত গোলের ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনী জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২২
সাত গোলের ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনী জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে দেখা গেল গোল বন্যার ম্যাচ। সাত গোলের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। য়েন্ট তালিকায় টেবিলের তলানির দলের বিপক্ষে জয় পেতে এই ম্যাচে বেশ ঘাম ঝড়াতে হয় শক্তিশালী আবাহনীকে।

সোমবার (২৫ এপ্রিল) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। ম্যাচের প্রথমার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন মিসায়া। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয়। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধে দুই দল মিলে গোল করে আরও ৬টি! রীতিমতো গোল বন্যা বইয়ে দেন দুই দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও দারুণ শুরু পায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধ শুরু মাত্র ৫ মিনিটের মাথায় ৫০ মিনিটে মুক্তিযোদ্ধার লিড দ্বিগুন করেন সোমা।

এরপরের গল্পটা আবাহনীর মুক্তিযোদ্ধার উপরে গোলের বন্যা বইয়ে দেওয়ার। মাত্র ৫ মিনিটেই মুক্তিযোদ্ধার জালে ৩ বার বল পাঠান আবাহনীর ফুটবলাররা। ৬৪ মিনিটে আবাহনীর কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস দারুণ এক গোল করে খেলায় ফেরান আবাহনীকে।

মাত্র দুই মিনিট পরেই আবাহনীকে সমতায় ফেরান রাকিব। সেটার রেশ কাটতে না কাটতেই ৬৯ মিনিটে দলকে লিড এনে দেওয়ার সাথে সাথে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাকিব।

মুক্তিযোদ্ধার গোলপোস্টে একের পর এক আক্রমণ চালায় আবাহনী। কখনো মুক্তিযোদ্ধার রক্ষণভাগের দৃঢ়তা বা কখনো আবাহনীর ফুটবলারদের ব্যর্থতায় গোল পাচ্ছিল না তারা। 

ম্যাচের ৭৬তম মিনিটে আবারও গোলের দেখা পায় আবাহনী। ম্যাচে নিজের জোড়া গোলের সাথে সাথে দলের লিডটাও বাড়িয়ে নেন কলিন্দ্রেস। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে মুক্তিযোদ্ধার মিসায়া্ ম্যাচে নিজের জোড়া গোল করলেও সেটা শুধু ব্যবধানই কমিয়েছে।

এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২২ এর পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে আবাহনী লিমিটেড। ১২ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১২ দলের লিগে ১১তম স্থানে অবস্থান করছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই তালিকায় সমান ১২ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের মাঝে এক মাসের বিরতি 

প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের মাঝে এক মাসের বিরতি 

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা