বাফুফে আয়োজিত জাতীয় স্কুল ফুটবলে চমক দেখিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশ নিয়েই ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
শনিবার (১২ মে) গাজীপুর ভেন্যুতে ঢাকা অঞ্চলের ফাইনালে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ময়মনসিংহ জেলার চরখরিচা উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত থাকায় ফলাফল নির্ধারণে ট্রাইবেকারে গড়ায় খেলা।
খেলায় তাড়াগঞ্জ বিদ্যালয়ের পক্ষে স্ট্রাইকার সজিব ও চরখরিচা বিদ্যালয়ের দলের পক্ষে মাহবুবুর রহমান গোল দু’টি করেন। খেলাটি টাইব্রেকারে গড়ালে তারাগঞ্জ বিদ্যালয়ের প্রথম ৫টি শটের মধ্যে ৪টি গোল হলেও একটি শট বাইরে চলে যায়। কিন্তু চরখরিচা বিদ্যালয়ের ২টি শট গোল হলেও আরও দু’টি শট তারাগঞ্জের গোলকিপার ফুয়াদ হাসান শামীম ড্রাইভ দিয়ে প্রতিহত করে। এতে ৪-২ গোলের জয় পায় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়।
টাইব্রেকারে প্রতিপক্ষের দু’টি শট ফিরিয়ে দলকে জেতানোর কৃতিত্ব হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার লাভ করেন তারাগঞ্জের গোলকিপার ফুয়াদ হাসান ইয়াসিন।
দলের সাথে থাকা তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌহিদুর রহমান খোকন জানান, গ্রুপ পর্বে তারা টাঙ্গাইল জেলা ও মানিকগঞ্জ জেলার চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ভেন্যু ফাইনালে ওঠেন। ফাইনালে ময়মনসিংহ জেলার চ্যাম্পিয়ন স্কুলকে পরাজিত করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন।
দলের গোলকিপার ফুয়াদ হাসান আয়াসিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ায় সম্প্রতি সরকারি করণ হওয়া তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এ ফলাফল তাদের সকল কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
এদিকে জাতীয় স্কুল ফুটবলে গাজীপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়ে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চূড়ান্ত পর্বের ৮ দলের একটি হিসেবে খেলার যোগ্যতা অর্জন করায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল দলের খেলোয়াড়-কর্মকর্তা ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
তৃণমূল থেকে প্রতিভাসম্পন্ন ফুটবলার তুলে আনার লক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত বছরের আন্তঃস্কুল মাদ্রাসার জেলা চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এবছর জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে।