সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০২২
সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

ফুটবল মৌসুমের শেষভাগে শুরু হয় ফুটবলারদের দল-বদলের নানা গুঞ্জন। ২০২১-২২ মৌসুমের শেষ দিকও এর ব্যতিক্রম নয়। দল-বদল হতে পারে এমন তারকাদের মধ্যে সবার উপরে আছে গ্যাব্রিয়েল জেসুসের নাম। তবে এই ব্রাজিলিয়ান তারকা এখনই নিজের ভবিষ্যত নিয়ে কোনো কথা বলতে চান না।

ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না গ্যাব্রিয়েল জেসুস। চলতি ২০২১-২২ মৌসুমে তার পা থেকে এসেছে মাত্র সাত গোল। তার এই অধারাবাহিকতার কারণে তাকে দলে রাখতে নারাজ সিটিজেনরা।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ম্যানচেস্টার সিটির সাথে চুক্তিবদ্ধ আছেন জেসুস। তবে এরপরেও বুরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে চায় সিটিজেনরা। শেষ পর্যন্ত হল্যান্ড দলে আসলে হয়তো সাইড বেঞ্চেই কাটাতে হয়ে জেসুসকে। 

এমন অবস্থাতেও সিটির ছাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ জেসুস। তিনি বলেন, “এখন এটা নিয়ে ভাবার সময় নয়। আপনি হয়তো চাচ্ছেন আমি এ নিয়ে কিছু একটা বলি, কিন্তু এটাই সত্য। এখন মৌসুমের সেরা সময়। আমি এটা উপভোগ করতে চাই, দলের প্রতি মনোযোগ দিতে চাই, আমার সতীর্থদের সঙ্গে প্রিমিয়ার লিগের জন্য লড়াই করতে চাই।”

প্রিমিয়ার লিগে নিজের সেরা ছন্দে না থাকলেও সর্বশেষ ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে চার গোল করেছিলেন জেসুস। আর পুরো মৌসুমে তার পা থেকে এসেছে মোটে সাত গোল।

২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জেসুস। সিটিজেনদের জার্সিতে এখন পর্যন্ত ১৫৫ ম্যাচে ৫৬ গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। 

জেসুস নিজের সেরা ছন্দে না থাকলেও প্রিমিয়ার লিগ জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওয়ালার দল। আর সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

জেসুস ঝড়ে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিলো ম্যানসিটি

জেসুস ঝড়ে ওয়াটফোর্ডকে উড়িয়ে দিলো ম্যানসিটি

গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

মাদ্রিদ-সিটি লড়াই শেষে ট্যানেলে হাতাহাতি, নিয়ন্ত্রণে পুলিশ 

মাদ্রিদ-সিটি লড়াই শেষে ট্যানেলে হাতাহাতি, নিয়ন্ত্রণে পুলিশ