দিন দুয়েক আগেই ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। দলকে শিরোপা জিতিয়েও স্বস্তিতে নেই পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো। ফরাসি বিভিন্ন গণমাধ্যমের খবর, মৌসুমের শেষ হওয়ার সাথে সাথেই বরখাস্ত হবেন তিনি। কারণ, সমর্থক আর ক্লাব কর্তাদের চাওয়া চ্যাম্পিয়নস লিগ জয়। আর সেইখানেই ব্যর্থ হয়েছেন এই আর্জেন্টাইন।
ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে পচেত্তিনোর জায়গায় রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে নিজেদের ডেরায় আনতে যাচ্ছে পিএসজি। এছাড়াও তালিকায় আছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার কোচ অ্যান্তেনিও কান্তে।
চলতি ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল পিএসজি। এরপর থেকেই ক্লাবের উপর নাখোস সমর্থকরা। মাঠে দুয়োধ্বনি শুনেছেন মেসি-নেইমাররা। এরপরেই গুঞ্জন উঠেছিল ছাটাই হতে পারেন পচেত্তিনো। তবে মৌসুমের মাঝ পথে সেই পথে হাঁটেনি ক্লাবটি।
তবে মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই তাকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফরাসি বিভিন্ন গণমাধ্যম। ইতিমধ্যেই জিদান এবং কান্তের সাথে আলোচনা শুরুর চালাচ্ছে বলেও জানিয়েছে তারা।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর নতুন কোনো দলের দায়িত্ব নেননি জিদান। তাকে নিজেদের কোচ করার জন্য বেশি উৎসাহী পিএসজি। তবে এখনও জিদানের সাথে আলোচনা শুরু করতে পারেনি দলটি।
এদিকে দ্বিতীয় পছন্দের তালিকায় থাকা অ্যান্তেনিও কান্তের সাথে খুব শীঘ্রই আলোচনায় বসতে যাচ্ছে পিএসজি। সেখানে ব্যাটে-বলে মিলে গেলে হয়তো তাকেই দুই বছরের জন্য কোচ হওয়ার প্রস্তাব দিবে ফরাসি ক্লাবটি।
এদিকে ধারণা করা হচ্ছে, ২০২২ কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্ব ছেড়ে দিবেন দিদিয়ের দেশম। আর বিশ্বকাপজয়ী এই কোচের জায়গায় আসতে চাচ্ছেন জিদান। সেই কারণে হয়তো ফিরিয়ে দিতে পারেন পিএসজির প্রস্তাব।
ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, কান্তে পিএসজির দায়িত্ব নিলে আবারও টটেনহ্যামের ডেরায় দেখা মিলবেন পচেত্তিনোর। এর আগে অবশ্য ২০২১ সালের নভেম্বরে তাকে দলে নিতে চেষ্টা চালিয়েছিল স্পার্সরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর