ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছে না বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ পিএম, ২৫ এপ্রিল ২০২২
ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছে না বার্সেলোনা

মিডফিল্ডার ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে বার্সেলোনা। রায়ো ভায়োকানো-বার্সা ম্যাচের পর বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর জর্ডি ক্রুইফ বলেছেন তারা ইয়ংকে বিক্রি করবেন না।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো বার্সার আর্থিক সংকট কাটাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এছাড়া বেশ কয়েকটি প্রতিবেদনে জানা যায় বার্সার বেশ কয়েকটি বোর্ড মিটিংয়ে ফ্রাঙ্ক ডি ইয়ং এর নাম প্রস্তাব করা হয়েছিল এবং তার জন্য ৭০ মিলিয়ন পাউন্ডের দর হাঁকানো হবে বলে ধারণা করা হচ্ছিল।

তবে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ফ্রাঙ্ক ডি ইয়ংকে তার পরিকল্পনার গুরুত্বপূর্ন অংশ হিসেবে অভিহিত করেছেন। এরপর থেকেই ফ্রাঙ্কি ডি ইয়ংকে নিয়ে রাখার বিষয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক আয়াক্স কোচ এরিক টেন হাগ। চারিদিকে জোড় গুঞ্জন সাবেক আয়াক্স শিষ্য ফ্রাঙ্ক ডি ইয়ংকে বার্সেলোনা থেকে ইউনাইটেডে নিয়ে যাবেন তিনি।

তবে রোববার (২৩ এপ্রিল) রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার টেকিনক্যাল ডিরেক্টর জর্ডি ক্রুইফ বলেছেন তার ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করবেন না। ক্রুইফ বলেন, আমরা ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছি না। সে ক্লাবের জন্য একজন অন্ত্যন্ত মূল্যবান ফুটবলার।”

২০১৯ সালের জানুয়ারি মাসে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দেন এই ডাচ মিডফিল্ডার। কিউলদের হয়ে ৯৪ ম্যাচে মাঠে নেমেছেন সময়ের অন্যতম সেরা এই তরুণ মিডফিল্ডার। বার্সার জার্সিতে আট গোল করেছেন এই তারকা মিডফিল্ডার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে চিন্তিত জাভি

ম্যাচ হেরে চিন্তিত জাভি

শিরোপা জয়ে আলভেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি

শিরোপা জয়ে আলভেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ

ম্যাচ জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ জাভি

ম্যাচ জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ জাভি