ব্রাজিল ও ইরানের দুই ফুটবলারের গোলে বসুন্ধরার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০২২
ব্রাজিল ও ইরানের দুই ফুটবলারের গোলে বসুন্ধরার জয়

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় তুলে নিলো বসুন্ধরা কিংস। রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। এ জয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা।

রোববার (২৪ এপ্রিল) রাজশাহী জেলা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই জয়সূচক গোল দুটি পেয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইরানের ফুটবলার খালেদ শাফেয়ী। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও একটি গোলে দেখায় পায় বসুন্ধরা।

ম্যাচে ৩৭তম মিনিটে গোলের লাইস্কোর দ্বিগুণ করেন ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা। বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচেই গোলে দেখা পেলেন তিনি। ইরান ও ব্রাজিলের দুই ফুটবলারের গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত এ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
sportsmail24
এ জয়ে লিগে নিজেদের খেলা ১২ ম্যাচে ৯টি জয়, দুটি ড্র এবং এক পরাজয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত কররো সর্বশেষ গত দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টেবিলে দ্বিতীয় থাকা শেখ জামালের ১২ ম্যাচে পয়েন্ট ২৪। আর ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

দিনের অপর খেলায় উত্তরা ফুটবল ক্লাব লিমিটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে অগ্রণী ব্যাংক লি. স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে ২৮তম মিনিটে রাকিব এবং ৩০ ও ৬২তম মিনিটে জোড়া গোল করেন ইমতিয়াজ। উত্তরা ফুটবল ক্লাব লিমিটেডের ইমন দু’টি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা