পিএসজি সমর্থকদের দুয়োর জবাব দিলেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০২২
পিএসজি সমর্থকদের দুয়োর জবাব দিলেন নেইমার

চলতি মৌসুমে চারটি গুরুত্বপূর্ন প্রতিযোগিতার মধ্যে তিনটিতেই বাদ পড়ে গেছে ফরাসি জায়ান্ট পিএসজি। যার জন্য সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে দলের সেরা তারকা লিওনেল মেসি সহ নেইমারকেও। শুনতে হয়েছে দুয়ো। এতোদিন চুপ থাকলেও এবার সমর্থকদের জবাব দিলেন নেইমার।

শনিবার (২৩ এপ্রিল) লিগ ওয়ানের ম্যাচ চলাকালীন পিএসজি সমর্থকদের কাছে নেইমার একটি বার্তা পাঠিয়েছেন। তাতে এই উইঙ্গার সমালোচকদের বলেছেন, তিনি খুব দ্রুতই ক্লাব ত্যাগ করবেন না। এবার যেন সমর্থকরা নিজেদের পথ মাপে।

৯ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিধ্বস্ত হওয়ার পর থেকেই পিএসজি খেলোয়াড়রা ঘরের মাঠে ঠাট্টা-বিদ্রুপের শিকার হচ্ছেন। নেইমার সমর্থকদের কাছ থেকে কিছু কঠিন কথা শুনেছেন। সমর্থকদের নেতিবাচক কথায় দূরে সরে যাওয়ার পরিবর্তে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

লেন্সের বিপক্ষে ড্রয়ের পরে দুয়ো দেওয়া সমর্থকদের উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘প্যারিস সেন্ট-জার্মেইনের সাথে আমার এখনও চুক্তি রয়েছে, যা লিগ ওয়ান শিরোপা জয়ের জন্য যথেষ্ট ভালো ছিল। আমি এখানে আরও তিন বছরের জন্য আছি। তাই দুয়ো বন্ধ করুন, নিজেদের পথ মাপুন।’

এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র করে পিএসজি খেলোয়াড়রা মাঠে প্রবেশ করার সময় জোরে জোরে দুয়োর শিকার হয়েছিলেন। শিরোপা জয়ের দিনেও সমর্থকদের এমন ব্যবহার ভালো লাগেনি মার্কো ভেরাত্তির।

ম্যাচ শেষে ভেরাত্তি বলেন, ‘ভক্তরা কেন উদযাপন করেনি এটা এমন কিছু যা আমি বুঝতে পারছি না। এটা ফুটবল। কখনো আপনি জিতবেন আবার কখনো হারবেন। তবে সব ভুলে উদযাপন করা উচিত কারণ দশম শিরোপা গুরুত্বপূর্ণ।’

দুয়ো রেখে ভক্তদের শিরোপা জয় শামিল হতে বলছেন কিলিয়ান এমবাপেও। তিনি বলেন, ‘কেউ আমাদের আনন্দ নষ্ট করবেন না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। একটি বিশৃঙ্খল মৌসুম সত্ত্বেও পিএসজি লিগ ওয়ান জিতেছে। গত বছর যা অর্জন করতে ব্যর্থ হয়েছিল তা করতে পেরেছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ড্র করেও রেকর্ড দশম শিরোপা জিতলো পিএসজি

ড্র করেও রেকর্ড দশম শিরোপা জিতলো পিএসজি

পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

আগামী মৌসুমেও পিএসজিতে ‌‘থাকবেন’ লিওনেল মেসি

আগামী মৌসুমেও পিএসজিতে ‌‘থাকবেন’ লিওনেল মেসি

ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি