জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কোনো বিষয় নয়: সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৪ এপ্রিল ২০২২
জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কোনো বিষয় নয়: সালাহ

মিশরীয় তারকা মোহামেদ আল সালাহর সঙ্গে চুক্তি নিয়ে লিভারপুলের দফারফা সম্পর্কের কথা কারো অজানা নয়। অবশেষে অবসান হতে চলেছে সেই ঝামেলার। বর্তমান চুক্তির এক বছরেরও বেশি সময় বাকি থাকতে লিভারপুলের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষরের কথা শোনা যাচ্ছে।

নতুন চুক্তির ক্ষেত্রে সালাহ যা চেয়েছিলেন তাই হচ্ছে। তার সঙ্গে এবার পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে জনপ্রিয় ইংলিশ ক্লাবটি। তবে এতো সময় ধরে সালাহ নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে পারবেন কিনা তাই নিয়েই সংশয়। তবে তিনি বিশ্বাস করেন, এ ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়।

বয়সের বিষয়টা উঠতেই মিশরীয় তারকা এমন অনেক খেলোয়াড়কে টেনে এনেছেন যাদের বয়স ৩০ পার হয়ে গেলেও দুর্দান্ত খেলে যাচ্ছেন। তাদের মধ্যে পর্তুজিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও রয়েছেন।

২৯ বছর বয়সী লিভারপুল তারকা বলেন, ‘আমি কিছু খেলোয়াড়কে জিজ্ঞাসা করেছি (বয়স নিয়ে)। তারা বলেছে যে, বয়স ৩০ হলে এটি একটি ভিন্ন অনুভূতি আসে। তবে আমি ভালো বোধ করছি। আমি জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কত তা কোনো ব্যাপার না।’

‘আপনি ৩২ বা ৩৩ এর পর শীর্ষস্থানীয় সেরা খেলোয়াড়দের দেখতে পারেন। লেভানডোস্কি, বেনজেমা, মেসি, রোনালদো, জ্লাতানের মতো খেলোয়াড়। এছাড়াও ইতালির জেকো, গিরুদ। তারা সবাই ৩০-এর পরে সত্যিই ভাল পারফর্ম করছে। তাই আমি এটা নিয়ে চিন্তিত নই।’ – সালাহ যোগ করেন।

সালাহ আরও জানিয়েছেন যে তিনি লিভারপুলে খুশি। তিনি বলেন, ‘এই ক্লাবটি আমার কাছে অনেক কিছু। আমি এখানে ফুটবলটা যে কোনো জায়গার চেয়ে বেশি উপভোগ করেছি। আমি এখানে অনেক অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। ট্রফি জেতা, ব্যক্তিগত গোল, ব্যক্তিগত ট্রফি। এটা একটি পরিবারের মতো।’

সালাহ এটাও স্পষ্ট করেছেন যে, তার বর্তমান চুক্তির শেষ হওয়ার আগে তিনি মোটেও চিন্তা করছেন না। সালাহ বলেন, ‘আমি চিন্তিত নই, আমি নিজেকে কিছু নিয়ে চিন্তা করতে দিই না। মৌসুম এখনও শেষ হয়নি। সুতরাং সর্বোত্তম হবে ভালোভাবে এটা শেষ করা।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ