জার্মান বুন্দেসলিগায় শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বরুশিয়া ডর্টমুন্ডের সামনে। অন্যদিকে এই ম্যাচ জিতে গেলেই শিরোপা বায়ার্নের ঘরে। এমন সমীকরণের লড়াইয়ে ডর্টমুন্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দশমবারের মতো লিগ শিরোপা ঘরে তুললো রেকর্ড চ্যাম্পিয়নরা।
বাংলাদেসগ সময় শনিবার (২৩ এপ্রিল) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলো না ডর্টমুন্ড। ম্যাচের পঞ্চদশ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। কর্নার থেকে উড়ে আসা বল আয়ত্তে নিয়ে জোরালো শটে দলকে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার সের্গে জিনাব্রি।
গোল পেয়েই দুর্দান্ত খেলতে থাকে জার্মান চ্যাম্পিয়নরা। তার জের ধরেই ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোভস্কি। ডর্টমুন্ড ডিফেন্ডার ডেন-এক্সল জেগেডের ভুলে বল পেয়ে ডি-বক্সে থ্রু পাস দেন টমাস মুলার। বল পেয়ে গোলরক্ষকের দুই পায়ের মধ্যে দিয়ে ঠিকানা খুঁজে নেন পোলিশ তারকা।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লড়াইয়ে ফিরে আসে ডর্টমুন্ড। ৫২তম মার্কো রয়েসকে ডি-বক্সে ফাউল করেন বায়ার্ন ডিফেন্ডার জসুয়া কিমিখ। দেরী না করে পেনাল্টির বাশি বাঁজান রেফারি। নিখুঁত স্পট কিকে ব্যবধান কমান এমরে কান।
এরপর ম্যাচে ফেরার ভালো সুযোগ মিস করে বসেন রয়েস। তবে ৮৩তম মিনিটে সুযোগ পেয়ে ডর্টমুন্ডের সব আশার ইতি টানেন জিনাব্রির বদলি হিসেবে নামা মুসিয়ালা। বক্সে জটলার মধ্যে বল পেয়ে হাঁটু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ১৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার।
এই জয়ে ৩১ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৭৫। সমান ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৬৩। ১২ পয়েন্ট এগিয়ে থাকার ফলে নিশ্চিত হলো বায়ার্নের লিগ শিরোপাও। এর আগে জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।
১৯৬৩ সালে বুন্ডেসলিগা শুরুর পর থেকে এই নিয়ে ৩১ বার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। সবশেষ ১০ আসরে তাদের থেকে শিরোপা কেড়ে নিতে পারেনি কেউ। সব মিলিয়ে জার্মান লিগে ৩২ বার ট্রফি ছুঁয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি