ইদানিং বার্সেলোনার পুরুষ দলের চেয়ে নারী দলের খেলাই বেশি টানে দর্শকদের। কয়েক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দর্শকের বিশ্বরেকর্ড গড়েছিল ক্যাম্প ন্যু। সেই রেশ না কাটতেই আবারও নতুন করে বিশ্বরেকর্ডে জায়গা করে নিলো বার্সেলোনার স্টেডিয়ামটি।
শুক্রবার রাতে (২২ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে উলফসবার্গের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দর্শক উপস্থিতির দিক দিয়ে এই ম্যাচটি ইতিহাসে সর্বকালের সেরা নারীদের ফুটবল ম্যাচ হিসাবে রেকর্ড গড়ে ফেলেছে।
এর আগে রিয়াল মাদ্রিদের নারী দলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ ৯১,৫৩৩ জন দর্শকের রেকর্ড গড়েছিল ক্যাম্প ন্যু। এবার সেই রেকর্ড ভেঙে ৯১,৬৪৮ জন দর্শক খেলা দেখতে এসেছিলেন বার্সেলোনার মাঠে। এর ফলে ইতিহাসের পাতায় নতুন করে জায়গা করে নিলো ক্যাম্প ন্যু।
এই ম্যাচকে ঘিরে বার্সেলোনা কর্তৃপক্ষ তাদের ভক্তদের আগে থেকেই স্টেডিয়ামে যাওয়ার পরামর্শ দিয়েছিল। যাতে সবাই খেলা শুরুর আগেই তাদের আসন গ্রহণ করতে পারে। কিক-অফের এক ঘন্টা আগে পর্যন্ত তারা স্টেডিয়ামে প্রবেশ করেছিল।
দর্শকের রেকর্ড গড়া ম্যাচটিতে ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে উৎসবের কোনো কমতি ছিল না ভক্ত সমর্থকদের মাঝে। তারা গান গেয়ে, নেচে এই রেকর্ড ও জয় উদযাপন করে। তারা অ্যালেক্সিয়া পুটেলাসকেও সম্মান জানায়। ম্যাচটিতে জার্মানি থেকে তিন শতাধিক সমর্থক খেলা দেখতে এসেছিলেন।
আগের সর্বোচ্চ দর্শকের রেকর্ড ছাড়িয়ে আসতে ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এই সময় পার হতেই আগের রেকর্ড ছাড়িয়ে ৯১,৬৪৮ জন দর্শকের নতুন রেকর্ড গড়ে ফেলে ক্যাম্প ন্যু।
ক্যাম্প ন্যু’তে দুই রেকর্ডের আগে আগে মহিলাদের ফুবলে সর্বোচ্চ দর্শকের রেকর্ডটি ছিল ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে। সেবার ৯০,১৮৫ জন দর্শক উপস্থিত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি