গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৩ এপ্রিল ২০২২
গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ নিয়ে দারুণ চিন্তায় পড়ে গেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা। রক্ষণভাগের দুর্বলতা চিন্তায় ফেলে দিয়েছে তাকে। যদিও দেড় মাস পর মাঠে ফিরছেন রুবেন দিয়াজ। তাও কাইল ওয়াকার, জন স্টোনস ও নাথান আকেকে নিয়ে চিন্তিত সিটি বস।

দিয়াজ ফিরে আসলেও রক্ষণভাগের তিন খেলোয়াড়কে নিয়ে এখনো শঙ্কা কাটছে না সিটি শিবিরে। ওয়াকার, স্টোনস ও আকে তিনজনই ইনজুরিতে আক্রান্ত। এদের মধ্যে ওয়াকার ও স্টোনসের খেলার সম্ভাবনা আছে। ঐদিকে নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগ মিস করবেন জোয়াও ক্যানসেলো।

চ্যাম্পিয়ন লিগের আগে ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে সিটি। এই ম্যাচে জেতার কোনো বিকল্প নাই সিটির সামনে। কেননা, তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে দুইয়ে থাকা লিভারপুল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন গার্দিওয়ালা।

ম্যানচেস্টার সিটির বস বলেন, ‘ওয়াকারের উন্নতি হচ্ছে। আমরা আগামীকাল তাকে দেখবো। স্টোনের ছোটো একটা সমস্যা আছে, একই সমস্যা আকেরও। আজ তাকে পরীক্ষা-নিরীক্ষা করবো করবো। তারপর আগামীকাল সিদ্ধান্ত নিবো।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সিটির জন্য সবচেয়ে ববড় সমস্যা হয়ে দেখা দিতে পারে রক্ষণভাগের ডানদিকের খেলোয়াড় সংকট। যদিও আগের ম্যাচেই ব্রাইটনের বিপক্ষে আকেকে হাফ টাইমে এবং স্টোনসকে ৭৭ মিনিটের সময় বদলি করা হয়।

গার্দিওয়ালা বলেন, ‘স্টোনস কিছুক্ষণ খেলেছিল (আগের ম্যাচে)। আমরা তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে দৌড়ে চলে গেছে, যা একটি ভালো লক্ষণ। আশা করি সমস্যা হবে না। এমনিতেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাইটব্যাকে আমাদের সমস্যা রয়েছে।’

ওয়াকার, ক্যানসেলো এবং স্টোনস তিনজনকেই রাইট-ব্যাক হিসেবে ব্যবহার করেন গার্দিওয়ালা। তাদের কেউ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে না পারলে নতুন সমাধান খুঁজতে হবে সিটি কোচকে। ২৭ এপ্রিল (বুধবার) ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও সিটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

কোচ হিসেবে সবাইকে ছাড়িয়ে মরিনহোর নতুন রেকর্ড

কোচ হিসেবে সবাইকে ছাড়িয়ে মরিনহোর নতুন রেকর্ড

সেমিফাইনালের প্রথম লেগে নেই জোয়াও ক্যানসেলো, শঙ্কায় ডি ব্রুইন ও ওয়াকার

সেমিফাইনালের প্রথম লেগে নেই জোয়াও ক্যানসেলো, শঙ্কায় ডি ব্রুইন ও ওয়াকার

মাদ্রিদ-সিটি লড়াই শেষে ট্যানেলে হাতাহাতি, নিয়ন্ত্রণে পুলিশ 

মাদ্রিদ-সিটি লড়াই শেষে ট্যানেলে হাতাহাতি, নিয়ন্ত্রণে পুলিশ