পুরুষদের ফ্রেঞ্চ কাপ ফুটবলের ফাইনাল পরিচালনার মাধ্যমে ইতিহাস রচনা করতে যাচ্ছেন নারী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব তার হাতে অর্পন করেছে।
৭ মে (শনিবার) প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে নিস বনাম নঁতের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন ফ্র্যাপার্ট। এফএফএফ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেফারিংয়ের ট্যাকনিক্যাল পরিচালক পাসকাল গ্যারিবিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যোগ্য হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছে। এ নিযুক্ত তার কাজ এবং কর্মক্ষমতার পুরস্কার, এটি তার প্রাপ্য।’ অন্যদিকে, ৩৮ বছর বয়সি ফ্র্যাপার্ট এমন সুযোগ পাওয়ায় ‘খুশি এবং গর্বিত’।
২০১৯ সালে প্রথম নারী রেফারি হিসেবে লিগ ওয়ানের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ট। একই বছর ইউরোপীয় সুপার কাপ এবং ২০২০ সালের শেষ দিকে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও পরিচালনা করেছেন তিনি।
জুলাইয়ে নারীদের ইউরো টুর্নামেন্টের রেফারি প্যানেলেও স্থান পেয়েছেন ফ্র্যাপার্ট।
স্পোর্টসমেইল২৪/আরএস