ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ২২ এপ্রিল ২০২২
ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

ক্রমাগত বাজে পারফর্মেন্সে সমর্থকদের হতাশ করে চলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এতেই চাপ বাড়ছে অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরের। মাঠের পাশাপাশি মাঠের বাইরে বেশ অস্বস্তিতে আছেন তিনি। নিজের বাড়িতে বোমা হামলার হুমকি পেয়েছেন এই ইংলিশ ডিফেন্ডার।

বুধবার (২০ এপ্রিল) ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পান হ্যারি ম্যাগুয়ের। এরপর থেকেই চেশায়ার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এছাড়াও সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রশিক্ষিত কুকুর দিয়ে অভিযান পরিচালনা করেছেন পুলিশ। যে বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, ওই বাড়িতে দুই সন্তান এবং বাগদত্তাকে নিয়ে থাকেন ম্যাগুয়ের।

চলতি ২০২১-২২ মৌসুমে বাজে পারফর্মেন্সে বারবার সমর্থকদের হতাশ করছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা দলটি জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বাদ পড়েছে দলটি।

প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে চার এবং পাঁচ নম্বরে অবস্থান করছে যথাক্রমে টটেনহ্যাম এবং আর্সেনাল।

দলের পাশাপাশি ম্যাগুয়েরের ব্যক্তিগত পারফর্মেন্স নিয়েও হতাশ ইউনাইটেড সমর্থকরা। স্টেডিয়াম এবং সামাজিক যোগাযোগমাধ্যম সবজায়গাতেই তাকে ক্ষোভের মুখোমুখি হতে হয়েছে।

হুমকি পাওয়ার পরও নিজের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চান না এই রেডডেভিল ডিফেন্ডার। এই বিষয়ে তার এক মুখপাত্র বলেন, “নিজের পরিবার ও তার আশেপাশের লোকজনের নিরাপত্তার বিষয়টি হ্যারির (ম্যাগুয়ের) কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর্সেনাল ম্যাচের জন্য নিজের স্বাভাবিক প্রস্তুতিও চালিয়ে যাবেন তিনি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক