ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন সরকারের এই ঘটনায় ইংল্যান্ডে নিষিদ্ধ হয়েছে রাশিয়ান জনগণ। এই কারণে ইংলিশ ক্লাব চেলসি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। ইংলিশ এই ক্লাবটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
বেশ কিছুদিন ধরেই চলছে চেলসি বিক্রির করা প্রক্রিয়া। তবে এখনও যোগ্য ক্রেতা না পাওয়ায় ক্লাব বিক্রি করে দিতে পারেনি রোমানা আব্রামোভিচ। অনেকেই আগ্রহ প্রকাশ করলেও এখনও চেলসিকে বিক্রি করা সম্ভব হয়নি।
এবার চেলসি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। অবশ্য একা চেলসিকে কিনবেন না তিনি। তার সঙ্গী হবেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন এবং বৃটিশ ব্যবসায়ী মার্টিন ব্রাউটন।
ইংলিশ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, বৃটিশ ব্যবসায়ী ব্রাউটনের সাথে কনসোর্টিয়াম গঠন করবেন সেরেনা উইলিয়ামস এবং লুইস হ্যামিল্টন। সেখানে প্রত্যেক ১০ মিলিয়ন ইউরো বিড করবেন বলে ধারণা করা হচ্ছে।
সেরেনা উইলিয়ামস কিংবা লুইস হ্যামিল্টনের কেউই প্রথমবারের মতো বিনিয়োগ করছেন না। টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের বিনিয়োগ প্রতিষ্ঠান সেরেনা ভেঞ্চার সাম্প্রতিক সময় যুক্তরাজ্য ভিত্তিক একটি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। অপরদিকে লুইস হ্যামিল্টন যুক্তরাজ্যের একটি ডেলিভারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।
তবে এই দুইজনের চেলসিতে বিনিয়োগ আগ্রহ সবাইকে অবাক করেছে। কারণ ফর্মুলা ওয়ান তারকা হ্যামিল্টন একজন আর্সেনাল সমর্থক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর