মৌসুমের মাঝপথে ওলে গানার সোলসারকে বরখাস্ত করার পর পূর্ণ দায়িত্বে নতুন কোচ নিয়োগ দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। র্যালফ র্যাংনিককে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ক্লাবটি। এবার নতুন কোচ হিসেবে এরিক টেন হ্যাগকে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আগে থেকেই গুঞ্জন ছিল, ডাচ ক্লাব আয়াক্স অ্যামস্টারডামের হেড কোচকে নিজেদের ডেরায় নিয়ে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড। জানা গেছিলো, আলোচনা শেষ এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণাটাই এলো। আসন্ন ২০২২-২২ মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিবেন এরিক টেন হ্যাগ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এরিক টেন হ্যাগকে নিজেদের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগ ইউনাইটেডের দায়িত্ব নেওয়ায় রেড ডেভিলদের ফুটবল পরিচালকের দায়িত্ব নিবেন বর্তমান কোচ র্যালফ র্যাংনিক। এটা অবশ্য আগেই জানানো হয়েছিল।
ওলে গানার সোলসারকে বরখাস্ত করার পর গুঞ্জন উঠেছিল প্যারিস সেন্ট জার্মেইনের কোচ মাউরিসিও পচেত্তিনোকে কোচ বানাতে চায় ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত পচেত্তিনো নন, দায়িত্ব পেয়েছেন টেন হ্যাগ।
তিন বছরের চুক্তিতে ইউনাইটেডের দায়িত্ব নিচ্ছেন এরিক টেন হ্যাগ। অর্থাৎ ২০২৫ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের ডাগআউটে থাকবেন তিনি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুবিধা রেখেছে দুই পক্ষই। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়েন। এরপর পঞ্চম কোচ হিসেবে নিয়োগ পেলেন টেন হ্যাগ।
দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত টেন হ্যাগ। তিনি বলেন, “আমি ক্লাবের ইতিহাস জানি। আমি জানি সাফল্য দেখার জন্য সমর্থকরা কতটা উদগ্রীব হয়ে আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ইউনাইটেডকে সাফল্য এনে দিতে চাই।”
ইংলিশ বিভিন্ন গণমাধ্যমের খবর, নতুন করে নিজেদের ঘর গুছিয়ে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই কারণে নতুন কোচ এরিক টেন হ্যাগকে ২০০ মিলিয়ন ইউরো খরচ করার অনুমতি দিয়েছেন ইউনাইটেড কর্তৃপক্ষ।
ইউনাইটেডের হেড কোচের দায়িত্ব নেওয়ার আগে আয়াক্সের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও উটরেখট এবং বায়ার্ন মিউনিখের দ্বিতীয় একাদশের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আয়াক্সের দায়িত্ব নিয়ে দলটি করে তুলেছেন অপ্রতিরোধ্য। ডাচ লিগের শিরোপা জিতিয়েছেন এবং দলকে নিয়ে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল পর্যন্ত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর