বড় তারকাদের ছাড়াই সহজ জয় পিএসজির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ২১ এপ্রিল ২০২২
বড় তারকাদের ছাড়াই সহজ জয় পিএসজির

এই ম্যাচে ছিলেন না পিএসজির দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি ফরাসি লিগের দলটির। দলীয় নৈপুন্যে অঁজিকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিলো মাওরিসিও পচেত্তিনোর দল। তাতে শিরোপার আরও কাছে এগিয়ে গেলো তারা।

বুধবার (২০ এপ্রিল) ম্যাচের শুরু থেকেই গতিশীল ফুটবল খেলতে থাকে প্যারিসের দলটি। তবে ষষ্ঠ মিনিটেই পিএসজির গোলপোস্ট কাঁপিয়ে দেয় অঁজি। সোফিয়ান বুফালের ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট ঝাঁপিয়ে পাঞ্চ করে ফেরান গোলররক্ষক কেইলার নাভাস।

পরের মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নারে টিলো কেহরারের হেড ঝাঁপিয়ে ঠেকান অঁজি গোলরক্ষক। ২৭তম মিনিটে আবারও ডি মারিয়ার কর্নারে মার্কিনিয়োসের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। অতঃপর ২৮তম মিনিটে এগিয়ে যায় পিএসজি।

মাঠের ডানদিক থেকে বন্ধু আশরাফ হাকিমির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে চলে আসেন এমবাপে। এরপর নিচু কোনাকুনি শটে অঁজির জাল কাঁপিয়ে দেন ফরাসি তারকা। এ নিয়ে চলতি আসরে লিগ ওয়ানে ২২তম গোল করলেন এমবাপে।

প্রথমার্ধের বিরতির আগে দুইবার পিএসজির রক্ষণে আক্রমণ করে অঁজি। তবে টলানো গেলো না। উল্টো যোগ করা সময়ে দারুণ গোলে দলকে শিরোপার খুব কাছে নেন রামোস। ডি মারিয়ার কর্নারে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে বলতে গেলে অঁজিকে কোনো সুযোগই দেয়নি ফরাসি জায়ান্টরা। এর মধ্যেই দুইবার সহজ দুইটি সুযোগ মিস করে তারা। অবশেষে ৭৭তম মিনিটে দলের স্কোর ৩-০ করেন মার্কিনিয়োস। এবারও সহযোগিতায় ডি মারিয়া। তার ক্রসে দুর্দান্ত হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এ জয়ে ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট হয়ও ৭৭। সমান ম্যাচে মার্সেইয়ের পয়েন্ট ৬২। বাকি পাঁচ রাউন্ডে আর মাত্র ১ পয়েন্ট পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে প্যারিসের সেরা ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি

পিএসজিতে মেসি-নেইমারদের নতুন স্পন্সর ‘গোট’

পিএসজিতে মেসি-নেইমারদের নতুন স্পন্সর ‘গোট’

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস