২০২১-২২ মৌসুমের শুরুতে অনেক আশা নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে ইনজুরির কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন এই ডিফেন্ডার। এবার তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
২০২১-২২ মৌসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন রামোস। তবে মৌসুমের অধিকাংশ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে এই তারকা ডিফেন্ডারকে। তবে চুক্তির এক মৌসুম বাকি থাকতেই তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। এমনটাই জানিয়েছে ফরাসি বিভিন্ন গণমাধ্যম।
৩৬ বছর বয়সী এই তারকা রিয়াল ছেড়ে পিএসজিতে আসার সময় বয়ে নিয়ে এসেছিলেন পায়ের ইনজুরি। সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবারও ইনজুরিতে পড়েন। এরপর থেকেই তাকে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। এই কারণেই তাকে আর নিজেদের ডেরায় রাখতে রাজি নয় পিএসজি।
তবে পিএসজি না চাইলেও নিজে ক্লাবটিতে থাকতে চান রামোস। সম্প্রতি এক সাক্ষাৎকারে রামোস জানিয়েছিলেন আরও পাঁচ বছর ফুটবল খেলে যেতে চান। আর এই সময়টার বেশিরভাগ সময় পিএসজিতেই থাকতে চান। তবে তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। ইনজুরির কারণে নির্ধারিত সময়ের আগেই ক্লাবটি ছাড়তে হচ্ছে তাকে।
ইনজুরির কারণে ক্লাবের হয়ে মাঠে নামতে না পারার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন এই ফুটবলার। আর পিএসজির পর তার গন্তব্য কোন ক্লাব হবে, সেই বিষয়টিও জানায়নি দলটি।
পিএসজির হয়ে মাত্র সাত ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। এই সময়ে তার পা থেকে এসেছে একটি গোলও। স্পেনের হয়ে সবচেয়ে বেশি ১৮০ ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। জাতীয় দলের হয়ে তিনি করেছেন ২৩ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর