ক্ল্যাসিকোতে গোলের রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ মে ২০১৮
ক্ল্যাসিকোতে গোলের রেকর্ড গড়লেন মেসি

ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ম্যাচে লিওনেল মেসির অসাধারণ এক গোলে দ্বিতীয়ার্ধেও এগিয়ে গিয়েছিল দশজনের বার্সা। আর এ গোলেই নতুন রেকর্ড গড়েছেন বার্সার প্রাণ ভোমড় মেসি।

উত্তেজনাপূর্ণ ম্যাচের ৫২ মিনিটে লুইস সুয়ারেজের সহযোগিতায় মেসির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। এর আগে অবশ্য সার্জি রবার্তোর লাল কার্ডে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বার্সেলোনাকে একজন কম নিয়ে খেলতে হয়েছে।

এটি ছিল গত পাঁচটি হোম ক্ল্যাসিকোতে মেসির প্রথম গোল। তবে ক্যাম্প ন্যুতে এ নিয়ে সাত গোল করলেন যা অন্য যে কোন খেলোয়াড়ের থেকে বেশি। এ গোলের মাধ্যমে তিনি বার্সার হোম গ্রাউন্ডে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার পাকো জেনটোর ছয় গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসির গোলসংখ্যা এখন ২৬।

নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সুয়ারেজ। তবে চার মিনিট পরই দলকে সমতায় ফেরান রোনালদো। কাউন্টার অ্যাটাক থেকে বেনজেমার হেডে বাড়ানো বল জালে জড়ান এই তারকা। ম্যাচের ৪৩ মিনিটে নাভাসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।

তবে ম্যাচের ৫৩ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় দু’দলেরই। একই সঙ্গে চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে বার্সেলোনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

উত্তেজনাপূর্ণ এল ক্ল্যাসিকো ড্র, অপরাজিত বার্সা

উত্তেজনাপূর্ণ এল ক্ল্যাসিকো ড্র, অপরাজিত বার্সা

রোনালদোর ইনজুরি গুরুতর নয়

রোনালদোর ইনজুরি গুরুতর নয়

হেরেও ফাইনালে লিভারপুল, প্রতিপক্ষ রিয়াল

হেরেও ফাইনালে লিভারপুল, প্রতিপক্ষ রিয়াল

রাশিয়া বিশ্বকাপে ১৩ ভিডিও রেফারি চূড়ান্ত

রাশিয়া বিশ্বকাপে ১৩ ভিডিও রেফারি চূড়ান্ত