দলকে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে এনে চমকে দিয়েছিলেন লিডস ইউনাইটেডের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। প্রথম মৌসুমে দারুণ খেললেও দ্বিতীয় মৌসুমেই খেই হারিয়ে ফেলে দলটি। আর মৌসুমের মাঝপথে কোচ বিয়েলসাকে বরখাস্ত করে লিডস। তার জায়গায় নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেসকে চায় দলটি।
মার্সেলো বিয়েলসার বরখাস্ত হওয়ার পর অন্তবর্তীকালীন দায়িত্ব পান জার্মান ক্লাব আরবি লাইপজিগের সাবেক কোচ জেসে মার্শ। তবে চলতি মৌসুমের পর তার উপর দলের দায়িত্ব রাখবে না লিডস কর্তৃপক্ষ। তাই নতুন কোচ হিসেবে রাউল গঞ্জালেসকে চাচ্ছে দলটি।
বর্তমানে রিয়াল মাদ্রিদের যুব দল কাস্তিলার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাউল গঞ্জালেস। ২০১৯-২০ মৌসুমে দায়িত্ব নিয়েছেন তিনি। প্রথম মৌসুমেই কাস্তিলাকে জিতিয়েছেন যুব চ্যাম্পিয়নস লিগ। তার এই সাফল্যের পর তাকে দলে পেতে উঠে পড়ে লেগেছে অনেক দলই।
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লে রাউল গঞ্জালেস তার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সাবেক কোচ কার্লো আনচেলত্তির উপর ভরসা রেখেছে লস ব্ল্যাঙ্কোসরা।
রাউল গঞ্জালেস রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব না পেলে তাকে নিজেদের ডেরায় পেতে উঠে পড়ে লাগে জার্মান দুই ক্লাব শালকে এবং আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট। তবে শেষ পর্যন্ত কাস্তিলাতেই আছেন তিনি। এবার লিডসের প্রস্তাব ফিরিয়ে দিবেন না সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
খেলোয়াড়ি জীবনে এই স্প্যানিশ তারকা রিয়াল মাদ্রিদ, শালকে জিরো ফোর এবং আল সাদের হয়ে খেলেছেন। রিয়ালের জার্সিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৫০ ম্যাচে করেছেন ২২৮ গোল। আর স্পেনের হয়ে ১০২ ম্যাচে করেছেন ৪৪ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর