রোনালদোর সন্তান হারানোর শোকে সামিল লিভারপুল সমর্থকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ২০ এপ্রিল ২০২২
রোনালদোর সন্তান হারানোর শোকে সামিল লিভারপুল সমর্থকরা

একদিন আগেই সন্তান হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এ কারণেই লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে রোনালদোকে রাখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পেয়েছে রেডডেভিলরা। অ্যানফিল্ডে ম্যাচ হেরেছে ৪-০ গোলে। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও রোনালদোর পুত্রে শোকে সামিল হয়েছিলেন অ্যানফিল্ডে উপস্থিত লিভারপুল সমর্থকরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) লিভারপুলের ঘরের মাঠে অ্যানফিল্ডে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের আগের দিন সোমবার (১৮ এপ্রিল) জোড়া সন্তানের জন্ম দেন রোনালদোর স্ত্রী জর্জিনা। তবে জন্মের কিছু সময় পরেই দুনিয়ার মায়া ত্যাগ করেন সদ্যোজাত পুত্র সন্তান।

এই ঘটনায় বেশ মুষড়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি জানান, বেঁচে থাকা কন্যা সন্তানই এখন পরিবারকে কঠিন সময় পার করার অনুপ্রেরণা দিচ্ছে। এছাড়াও এই ঘটনার পর পরিবারের সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এরপরেই রেডডেভিলরা এক বিবৃতিতে জানায়, রোনালদোকে ছাড়াই লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচের সপ্তম মিনিটে রোনালদোর পুত্র শোকে সামিল হন অ্যানফিল্ডে উপস্থিত সমর্থকরা। সেই সময় এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করেন তারা। যদিও ওই সময় অ্যানফিল্ডে উপস্থিত ছিলেন না রোনালদো। 

রোনালদোহীন এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। সালাহর জোড়া গোলে ম্যাচ জেতে অলরেডরা। এই ম্যাচ হারায় ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে নেমেছে ইউনাইটেড। মৌসুম শেষে শীর্ষ চারে থাকতে না পারলে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না দলটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পাওয়ায় ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৭৪।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম