সাম্প্রতিক সময়ে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। তবে তাকে নিয়ে আশাবাদী ছিলেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়ে আরেকবার জ্বলে উঠলেন এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে রেড ডেভিলদের ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো দ্য রেডরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের দলীয় পারফর্ম্যান্সে স্রেফ উড়ে গেছে ম্যানইউ। ঘরের মাঠে অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত দাপটের সাথে খেলতে থাকে ক্লপের দল।
ম্যচের মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে বল ধরে ডি-বক্সে পাস বাড়ান মানে। সেই বল ধরে চিতার গতিতে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে লুইস দিয়াজের দিকে বাড়ালেন সালাহ। জোরালো শটে ইউনাইটেডের জাল কাঁপিয়ে দেন কলম্বিয়ার ফরোয়ার্ড।
গোল খেয়ে আরও ছত্রভঙ্গ হয়ে পড়ে রালফ রাংনিকের দল। তাতে প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সালাহ। মাঝমাঠ থেকে বল উড়িয়ে দিয়েছিলেন মানে। দারুণ দক্ষতায় সেই বল আয়ত্তে নিয়ে ডিয়োগো দালোতকে ছিটকে বাঁ পায়ের প্লেসিং শটে ব্যবধান ২-০ করেন সালাহ।
প্রথমার্ধে গোলের আরও দুটি সু্যোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুই দলের কোনো দলই। দ্বিতীয়ার্ধে লিভারপুলের গতি কিছুটা কমে আসে। সেই সুযোগে আক্রমণে উঠতে থাকে ইউনাইটেড। তবে তেমন সুবিধা করতে পারছিল না। ৫৫তম মিনিটে জেডন সাঞ্চোর শট গ্লাভসবন্দি করেন আলিসন বেকার।\
আগের গোল দুটিতে সবচেয়ে বড় কৃতিত্ব সাদিও মানের। এবার আর বসে থাকলেন না সেনেগাল তারকা। নিজেই নাম লেখালেন স্কোর শিটে। ৬৮তম মিনিটে দিয়াজের পাস থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে আরেকটু এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড।
ম্যাচের শেষদিকে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সালাহ। ৮৫ মিনিটে ডিয়োগো জোতার পাস বক্সে পেয়ে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। প্রতিপক্ষের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকার পায়ে লেগে বল ডেভিড ডি গিয়ার মাথার ওপর দিয়ে জালে জড়ায়।
এই জয়ে ৩২ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে স্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম।
স্পোর্টসমেইল২৪/এএইচবি