সন্তান হারানোর একদিনও পার হয়নি, এরই মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে খেলতে নামবে। নরউইচ সিটির বিপক্ষে দারুণ পারফর্ম করা রোনালদোকে ছাড়াই মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই কারণে লিভাপুলের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না রোনালদোকে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) লিভারপুলের ঘরের মাঠে অ্যানফিল্ডে আতিথ্য নিবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে গাড়ি দুর্ঘটনায় আহত ব্রুনো ফার্নান্দেজকে পেলেও থাকবেন না রোনালদো। বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।
বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, “একজন মানুষের কাছে পরিবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রোনালদো এই কঠিন সময়ে তার পরিবারকে সময় দিচ্ছেন, ভালোবাসার মানুষদের মানসিক সমর্থন যোগাচ্ছেন। এর ফলে আমরা নিশ্চিত করছি যে, আজ লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচে তিনি আমাদের হয়ে খেলছেন না। তার ও তার পরিবারের কিছু সময় একান্তে থাকার অনুরোধকে আমরা সম্মান জানাচ্ছি।”
এর আগে সোমবার (১৮ এপ্রিল) সদ্যোজাত সন্তান হারানোর বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। সেখানে তিনি জানিয়েছিলেন, সদ্যোজাত জোড়া সন্তানের মধ্যে কন্যা সন্তান সুস্থভাবে বেঁচে আছে। এই সন্তানই তার পরিবারকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাচ্ছে।
সোমবার রাতে দেওয়া বিবৃতিতে রোনালদো জানিয়েছেন, পরিবারের খারাপ সময়ে সাথে সাথে থাকতে চান তিনি। তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখেনি ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।
ছেলে সন্তানের মৃত্যুর কারণে রোনালদোর পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন তার সতীর্থ এবং অন্যান্য তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু বর্তমান ক্লাব কিংবা বর্তমান সতীর্থরাই নয়, সাবেক ক্লাব এবং সতীর্থরাও তাকে সমবেদনা জানিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর