কাতার বিশ্বকাপে উত্তীর্ণ না হওয়ায় কলম্বিয়ার কোচ বরখাস্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০২২
কাতার বিশ্বকাপে উত্তীর্ণ না হওয়ায় কলম্বিয়ার কোচ বরখাস্ত

বাছাইপর্ব পেরিয়ে চলতি বছরের কাতার বিশ্বকাপে উত্তীর্ণ না হওয়ায় জাতীয় দলের কোচ রেইনাল্ডো রুয়েডাকে বরখাস্ত করেছে কলম্বিয়া। ৬৫ বছর বয়সী রুয়েডা গত বছর জানুয়ারিতে কার্লোস কুইরোজের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে তিনি চিলি জাতীয় দলের এক বছর কোচের দায়িত্ব পালন করেছেন।

তিন সপ্তাহ আগে কলম্বিয়ার কাতার বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত হয়। শুধু তাই নয়, রেইনাল্ডো রুয়েডার অধীনে মোট ২২ ম্যাচে কলম্বিয়ার মাত্র সাতটিকে জয়লাভ করেছে। যেখানে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে কলম্বিয়া ১০ দলের মধ্যে ষষ্ঠস্থান লাভ করেছে।

গত ৯ ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র চারটি গোল করতে পেরেছে কলম্বিয়া। অথচ কলম্বিয়ার এবারের দলটিতে হামেস রদ্রিগুয়েজ, লুইস ডিয়াজ, হুয়ান কুয়াড্রাডোর মতো তারকারা ছিলেন। দলের এমন পারফরম্যান্স মেনে নিতে পারেনি কলম্বিয়া ফুটবল কর্তৃপক্ষ।

এদিকে, দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে চারটি দল সরাসরি কাতারের টিকিট নিশ্চিত করেছে। পঞ্চম স্থানে থাকা পেরু প্লে-অফে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে।

কোচ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি দ্রুতই এ ব্যপারে আলোচনায় বসে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে মেসিদের বেজ ক্যাম্প কাতার বিশ্ববিদ্যালয়

বিশ্বকাপে মেসিদের বেজ ক্যাম্প কাতার বিশ্ববিদ্যালয়

কাতার বিশ্বকাপে ‘হুমকির মুখে’ যেসব রেকর্ড

কাতার বিশ্বকাপে ‘হুমকির মুখে’ যেসব রেকর্ড

কলম্বিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল