সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে ছিলেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মৌসুমের বাকি অংশে মাঠে বাইরে থাকতে হবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জোয়াও ফেলিক্স।
শনিবার (১৬ এপ্রিল) এস্পানিওলের বিপক্ষে ম্যাচের বিরতিতে তাকে তুলে নেন অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। এরপরেই জানা যায়, ইনজুরিতে পড়েছেন এই পর্তুগিজ তারকা।
ইনজুরিতে পড়ার আগে টানা ১৯ ম্যাচ খেলেছিলেন জোয়াও ফেলিক্স। চলতি ২০২১-২২ মৌসুমে অ্যাথলেটিকোর জার্সিতে করেছেন ১০ গোল এবং ছয় অ্যাসিস্ট। এর মধ্যে শেষ পাঁচটি গোল এসেছে লিগের শেষ ছয় ম্যাচে।
সোমবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স। লিগের গুরুত্বপূর্ণ সময়ে তার ইনজুরি অ্যাথলেটিকো মাদ্রিদকে বেশ ভোগাবে।
View this post on Instagram
লা লিগার ২০২১-২২ মৌসুমে সবচেয়ে বেশি ইনজুরি ঝুঁকিতে ছিলেন জোয়াও ফেলিক্স। প্রতি ১৮ মিনিটে একবার করে ফাউলের শিকার হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ইনজুরির কারণে তাকে মাঠের বাইরেই যেতে হলো।
লা লিগায় এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। জোয়াও ফেলিক্সের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই সেভিয়া এবং বার্সেলোনার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হএব অ্যাথলেটিকো মাদ্রিদকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর