দুর্ঘটনার পর ম্যাচ খেলতে প্রস্তুত ব্রুনো ফার্নান্দেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ পিএম, ১৯ এপ্রিল ২০২২
দুর্ঘটনার পর ম্যাচ খেলতে প্রস্তুত ব্রুনো ফার্নান্দেজ

গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। তবে ভাগ্য ভালো দুর্ঘটনায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন। যার ফলে দুর্ঘটনার দিনই অনুশীলনে যোগ দিতে পেরেছেন ফার্নান্দেজ। এখন লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত ইউনাইটেডের এ ফুটবলার।

সোমবার (১৮ এপ্রিল) দুর্ঘটনায় পড়েন ব্রুনো ফার্নান্দেজ। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। দুর্ঘটনার পরেই ইউনাইটেডের স্কোয়াডের বাকি সবার সাথেই অনুশীলন করেছেন ফার্নান্দেজ। 

লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইউনাইটেড কোচ র‍্যালফ র‍্যাংনিক বলেন, “অবশ্যই ক্যারিংটন যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছিল, তবে যতদূর আমি জানি কেউ আহত হয়নি। সে (ফার্নান্দেজ) দলের সাথে অনুশীলন করেছে এবং সে ঠিক আছে। এজন্য আমার মনে হয় আগামীকালও সে খেলার জন্য ফিট থাকবে।”

লিভারপুল এবং ম্যানচেস্টার দুই দলের জন্যই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিন্ন কারণে দুই দলই ম্যাচটি জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। ইউনাইটেডের বিপক্ষে জয় পেলে ম্যানচেস্টার সিটির সাথে শিরোপা লড়াইয়ে আরেকটু মজবুত অবস্থানে নিজেদের নিয়ে যাওয়ার সুযোগ পাবে অলরেডরা।

অন্যদিকে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য লিগ টেবিলের শীর্ষ চারে থাকার লড়াইয়ে লিভারপুলের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইউনাইটেডের।

আগের ম্যাচে ঘরের মাঠে নরউইচ সিটির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও রেড ডেভিলদের জয়ে দিনে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল ও টটেনহাম। এই দুই বিষয় ইউনাইটেডকে শীর্ষ চারে থাকার আশা জোগাচ্ছে। 

নরউইচের বিপক্ষে নিজেদের পারফর্মেন্স নিয়ে খুব একটা খুশি নন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। বরং লিভাপুলের বিপক্ষে ৩ পয়েন্ট পেতে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে বলে জানান তিনি।

লিগ টেবিলে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা লড়াইয়ে থাকা লিভারপুল এক ম্যাচ কম খেলে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২য় স্থানে রয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম

ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ

ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ