লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামটা চেলসির জন্য ‘অপয়া’ ভেন্যুই বলা যায়। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এখানে মোট চারবার ফাইনালের মঞ্চে পা রেখেছে ইংলিশ ক্লাবটি। তবে ট্রফিটা ধরা দেয়নি একবারও। এবার সেই অধরা আক্ষেপ ঘুচিয়ে ফাইনালে জিততে চান চেলসির ইংলিশ তারকা ম্যাসন মাউন্ট।
এফএ কাপের সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ফাইনালে পা রেখেছে চেলসি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। এবারের ফাইনাল লড়াইয়ের ভেন্যুও লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। চেলসি মিডফিল্ডারের বিশ্বাস, এবার এই মাঠে শিরোপা তাদের হাতে ধরা দিবে।
মাউন্টের আত্মবিশ্বাসকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। রোববার এই মাঠেই এফএ কাপের সেমি-ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। রুবেন লোফ্টাস-চিকের সাথে একটি গোল করে দলের জয়ে অবদান রাখেন মাউন্টও।
ওয়েম্বলিতে গত কয়েক বছরে বারবার তেতো অভিজ্ঞতা হয়েছে মাউন্টের। এই মাঠে এখন পর্যন্ত ক্লাব পর্যায়ে চারটি ও জাতীয় দলের হয়ে একটি ফাইনাল খেলেছেন তিনি। তবে প্রতিবারই দলের হার দেখতে হয়েছে তাকে। এবার আর আগেরগুলোর পুনরাবৃত্তি চান না মাউন্ট।
পাঁচটি ফাইনালের মধ্যে চেলসির হয়ে দুটি এফএ কাপ, একটি লিগ কাপ, একটি চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে হেরেছেন ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। অতীতের হতাশা ভুলে এবার ওয়েম্বলিতে শিরোপা উল্লাস করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার।
২৩ বছর বয়সী এই তরুণ বলেন, ‘এবার ওয়েম্বলিতে আমাদের একটা ফাইনাল জেতার সময় হয়েছে। এই মাঠে আমি পাঁচটি ফাইনালে হেরেছি, এবার জিতবো। তাই ব্যর্থতা ঝেড়ে ফেলতে আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রত্যাশা বাড়াতে হবে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি