ঘরের মাঠে কাদিজের কাছে পরাজিত বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৯ এপ্রিল ২০২২
ঘরের মাঠে কাদিজের কাছে পরাজিত বার্সেলোনা

লা লিগায় বার্সেলোনার কঠিন প্রতিপক্ষ বলতে এতোদিন ছিল কেবল রিয়াল মাদ্রিদ। এবার বোধহয় সেই জায়গা নিতে যাচ্ছে লিগের তলানীর দল কাদিজ। কাদিজের সঙ্গে সবশেষ চারবারের দেখাতে দুইবারই যে পরাজয় বরণ করতে হলো বার্সাকে। এবার ন্যু ক্যাম্পে আরেকবার কাদিজের কাছে ধরা খেল জাভির দল। উজ্জীবিত পারফরম্যান্সে বার্সার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরলো সফরকারীরা।

বাংলাদেশ সময় সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বার্সাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এই সু্যোগে কাতালানদের শিবিরে আক্রমণ করে বসে কাদিজ। ম্যাচের ২৭তম মিনিটে সুযোগ পেয়েও বল বাইরে মেরে সুযোগ হেলায় হারান পেরেজ।

ম্যাচের ৩৯তম মিনিটে সুযোগ এসেছিল বার্সার সামনেও। কাদিজের দুই জনকে কাটিয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন উসমান দেম্বেলে। তার শট ঠেকিয়ে দেন কাদিজ গোলরক্ষক। প্রথমার্ধে আর সুযোগ পায়নি কোনো দলই।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেয় কাদিজ। ৪৮ মিনিটের মাথায় সালভির ক্রসে প্রথম দুইবার পাঞ্চ করে বল ঠেকান মার্ক আন্দ্রে টের স্টেগান। তবে তৃতীয়বারের চেষ্টায় জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে উল্লাসে ভাসান পেরেজ।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে কাদিজ। ৭৬তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে বাইরে মেরে সুযোগ হারান কাদিজের আলেক্স। একটু পর ডি-বক্সের ভেতর থেকে সবরিনোর শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান টের স্টেগান।

৮৯ মিনিটে বার্সার হয়ে সুযোগ পেয়েছিলেন পিয়েরে এমেরিক অবামেয়াং। গ্যাবনিজ ফরোয়ার্ডের ভলি ঠেকিয়ে বার্সেলোনার আক্ষেপ আরও বাড়িয়ে দেন কাদিজ গোলরক্ষক। সেই সঙ্গে নিশ্চিত করেন দলের তিন পয়েন্ট।

এই জয়ে পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে কাদিজ। ৩২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৬ নম্বরে। অন্যদিকে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা।

বার্সেলোনার সমান পয়েন্ট নিয়েও এক ম্যাচ বেশি খেলে তিন ও চার নাম্বারে রয়েছে স্থানে সেভিয়া ও আথলেটিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ