ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৮ এপ্রিল ২০২২
ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

ফরাসি তারকা কিলিয়ান এমবাপের পিএসজিতে থাকা না থাকা নিয়ে চারদিকে গুঞ্জনটা ভারি হচ্ছে। বাদ নেই তার সতীর্থরাও। অনেকেই এমবাপের সিদ্ধান্ত নিয়ে নানা মতামত দিয়েছেন। এবার সেই দলে যোগ দিলেন পিএসজির মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি।

পিএসজি রাইট-ব্যাক আশরাফ হাকিমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে এমবাপে পিএসজিতে থাকবেন নাকি রিয়াল মদ্রিদে যাবেন সেটা পুরোপুরি এমবাপের সিদ্ধান্ত। তবে তিনি সর্বদা এমবাপের সিদ্ধান্তকে সমর্থন করে পাশেই থাকবেন।

এমবাপের সাথে আশরাফ হাকিমির খুব ভালো সম্পর্ক। সেটা নিয়েও কথা বলেছেন তিনি। মরক্কান খেলোয়াড় এও জানিয়েছেন যে, এমবাপে বিশ্বব্যাপী সেরা খেলোয়াড়দের একজন।

আশরাফ ফরাসি এক গণমাধ্য্যমকে বলেন, ‘এমবাপ্পের সাথে আমার সম্পর্ক স্বতঃস্ফূর্ত হয়েছে। যেদিন থেকে আমি এখানে এসেছি সেদিন থেকেই তাকে দেখেছি। যখন আপনি ঠিক আপনার মতো বয়স, ব্যক্তিত্ব ও একই চরিত্রের সাথে একজনের সাথে দেখা করবেন। তখন সব কিছুই ভালো লাগবে।’

পিএসজি সেন্টারব্যাক বলেন, ‘এমবাপ্পে বিশ্বের সেরাদের একজন এবং সে আমার বন্ধু। আমি চাই সে এখানে থাকুক, সে এটা জানে। এরপর সে তার ক্যারিয়ারের জন্য যেটা ভালো মনে করবে সেটাই সিদ্ধান্ত নিবে। আমি সবসময় তার সিদ্ধান্তকে সমর্থন করবো।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়েছে পিএসজি। এতে বাকি সবার মতো হতাশ হাকিমিও। তিনি বলেন, ‘এটা উপলব্ধি করা কঠিন যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছি। আমাদের সামনে যাওয়ার সুযোগ ছিল।’

‘সত্য হলো, আমি এটা ঠিক ব্যাখ্যা করতে পারি না। আজও যখন আমি হার সম্পর্কে চিন্তা করি, আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি যে সমর্থকরা দুঃখিত, আমরাও দুঃখিত। এই জায়গায় ছোটখাটো অনেক কিছু পার্থক্য গড়ে দেয়। আগামী বছর সেসব সংশোধন করতে হবে।’ – হাকিমি যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

মেসি-নেইমারের সঙ্গে এখন জ্বলে উঠাটা লজ্জাজনক: এমবাপে

মেসি-নেইমারের সঙ্গে এখন জ্বলে উঠাটা লজ্জাজনক: এমবাপে

পিএসজি ‘ছাড়া নিয়ে’ এমবাপের যত কথন

পিএসজি ‘ছাড়া নিয়ে’ এমবাপের যত কথন