ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৮ এপ্রিল ২০২২
ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে পা দিয়ে রেখেছিল লিভারপুল। তাদের অপেক্ষার প্রহর ফুরিয়ে একদিন বাদেই মহারণের মঞ্চে পা রাখলো চেলসি। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠলো স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

বাংলাদেশ সময় রোববার (১৭ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধে নিজেদের চেনা ছন্দ দেখাতে পারেনি লিভারপুল। আক্রমণে কোনো ধারই ছিল না। একই অবস্থায় ছিল প্যালেসও। প্রথমার্ধে দুই দলই স্রেফ একটি করে শট লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের প্রথম চেষ্টাটা করেন চেলসির কাই হাভার্টজ। প্যালেসের জাল লক্ষ্য করে দূর পাল্লার শট নিয়েছিলেন হাভার্টজ। তবে পাখির চোখে তার সেই প্রচেষ্টা রুখে দেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক জ্যাক বুটল্যান্ড।

বিরতির আগে ৩৬তম মিনিটে সেকু কুইয়াতের জোরালো ভলি চেলসি গোলরক্ষক এদুয়ার্ড মেন্ডি ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে হোয়াকিম অ্যান্ডারসেনের শট পোস্টে লাগলেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

বিরতির পর ৬৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। মাঠের ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে হাভার্টজের কাটব্যাক প্যালেসের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় লোফ্টাস-চিকের কাছে। জোরালো ভলিতে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলকে নিরাপদে ফাইনালে নিয়ে যান ম্যাসন ম্যাউন্ট। ডি-বক্সে টিমো ভেরনারের পাস পেয়ে দুর্দান্ত শটে প্যালেসের জাল লক্ষ্যভেদ করেন ইংলিশ তারকা। আর তাতেই ফাইনালের টিকিট পেয়ে যায় টমাস টুখেলের দল।

চলতি বছরের ১৪ মে শিরোপা লড়াইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। সেমিফাইনালের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ২০১২ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠে অ্যানফিল্ডের দলটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল

সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল

রোনালদোর পেনাল্টি মিসে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড

রোনালদোর পেনাল্টি মিসে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড

নতুন নিয়মে কোচদেরও দেখানো যাবে কার্ড

নতুন নিয়মে কোচদেরও দেখানো যাবে কার্ড