জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ইনজুরির কবলে পড়েছেন জেরার্ড মরেনো। এই গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়ে ভিয়ারিয়ালের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
শনিবার (১৬ এপ্রিল) গেটাফের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ভিয়ারিয়াল। এই ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। অবশ্য এর আগে তার পা থেকে এসেছিল একটি গোল।
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ভিয়ারিয়াল। শেষ ষোলোতে জুভেন্টাসের পর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়েছে তারা। আর প্রত্যেকটি ম্যাচে জয়ের পিছনে অবদান রেখেছেন জেরার্ড মরেনো।
চলতি বছরের ২৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলে নামবে ভিয়ারিয়াল। এই ম্যাচের আগে মরেনোকে হারানো তাই বড় ধাক্কা হয়েই এসেছে। আর এ নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি।
তিনি বলেন, “মরেনো পেশিতে চোট পেয়েছে। সেটা কতটা গুরুতর, এখন দেখতে হবে। আমাদের ধৈর্য্যের সঙ্গে তাকে সারিয়ে তোলার চেষ্টা করতে হবে, যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
মৌসুমে বেশ কয়েকবার পেশির ইনজুরির কারণে মাঠের বাইরে যেতে হয়েছে মরেনোকে। এই নিয়েও বেশ হতাশ কোচ।
তিনি বলেন, “বারবার পেশির চোট হতাশাজনক। আজ রাতে (শনিবার) আমাদের জন্য এটা (মরেনোর চোট) খুবই নেতিবাচক দিক।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর