ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২২
ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে একসময় দেখা মিলতো আফ্রিকান ফুটবলারদের। তবে এবার সেই ধারা থেকে সরে এসে ল্যাটিন ফুটবলারদের দিকে ঝুঁকে পড়ছে দলগুলো। এরই ধারাবাহিকতায় মধ্যবর্তী দলবদলে এক ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভিড়িয়েছে বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ব্রাজিল শীর্ষ লিগ সিরি-এ তে খেলার অভিজ্ঞতা সম্পন্ন মিগুয়েল ফেরেইরাকে নিজেদের দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। রোববার (১৭ এপ্রিল) তার সাথে চুক্তি সম্পন্ন করেছে দলটি।

মূলত ইনজুরির কারণে মৌসুমের শুরুতেই ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন জোনাথান। তার বদলি হিসেবেই মিগুয়েল ফেরেইরাকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমের বাকি অংশের পুরো সময় দলটির হয়ে খলবেন তিনি।

এই বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, “ব্রাজিলের জোনাথন ইনজুরির জন্য লিগে খেলতে পারেনি। শেষ পর্যন্ত তাকে চলেই যেতে হয়েছে। আমাদের এক বিদেশি কম নিয়েই প্রথম লেগ খেলতে হয়েছে। তাই বিদেশি ফুটবলার আনা অত্যাবশ্যক ছিল।”

মিগুয়েলের সাথে কতদিনের চুক্তি করা হয়েছে সেই বিষয়েও চূড়ান্ত তথ্য জানিয়ে দেন ইমরুল হাসান। তিনি বলেন, “লিগ ও এএফসি কাপ পর্যন্ত আমরা চুক্তি করেছি৷ সে আগস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।”

মিগুয়েল ছাড়াও আরও এক বিদেশি ফুটবলারকে দলে ভেড়াবে বলে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। তবে কাকে দলে ভেড়ানো হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত করেনি দলটি।

এই বিষয়ে বসুন্ধরা সভাপতি বলেন, “আমরা আরো একজনকে সাইনিং করাব৷ আজ কালকের মধ্যেই সে এসে পৌঁছাবে।”

বসুন্ধরা কিংসের শেষ কয়েকটি ম্যাচে দারুণ ছন্দে ছিলেন এলিটা কিংসলে। গুঞ্জন উঠেছিল, তাকে ধারে মোহামেডানে পাঠাবে বসুন্ধরা কিংস। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইমরুল হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দল-বদল ১২ দিন

প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দল-বদল ১২ দিন

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম