৮৪ দিন পর ফিরেই জোড়া গোলে ডর্টমুন্ডকে জেতালেন হল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৭ এপ্রিল ২০২২
৮৪ দিন পর ফিরেই জোড়া গোলে ডর্টমুন্ডকে জেতালেন হল্যান্ড

পিঠের ইনজুরির কারনে ২০২২ সালের শুরুটা মোটেই সুখকর হয়নি বরুশিয়া ডর্ট্মুন্ডের তারকা আর্লিং হল্যান্ডের। ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে প্রায় তিনমাস। অবশেষে মাঠে ফিরেই জোড়া গোলে দলকে জয় এনে দিলেন নরওয়েজিয়ান তারকা।

শনিবার (১৬ এপ্রিল) জার্মান বুন্দেসলিগার ম্যাচে হল্যান্ডের জোড়া গোলে উলফসবার্গকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ড। দলের জয়ে বাকি চারটি গোল করেন টম রোথে, অ্যাক্সেল উইটসেল এবং ম্যানুয়েল আকানজি। ও এমরি কান।

সবশেষ চলতি বছরের ২২ জানুয়ারী গোল করেছিলেন হল্যান্ড। এরপর ৮৪ দিনের বিরতি কাটিয়ে জোড়া গোল দিয়ে ফিরলেন তিনি। দলের হয়ে শেষ দুটি গোল করেন তিনি। গোল দুটি করেছিলেন ম্যাচের ৩৮ ও ৫৪ মিনিটের মাথায়।

ম্যাচে শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে বরুশিয়া। তাতে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় তারা। হল্যান্ডের গোল ছাড়াও ম্যাচের ২৪, ২৬ ও ২৮ মিনিটে তিনটি গোল করেন টম রোথে, অ্যাক্সেল উইটসেল এবং ম্যানুয়েল আকানজি।

এরপর পর এমরি কান দলীয় স্কোর ৪-০ করার পর মার্কো রেউসের কাছ থেকে চমৎকার পাস পেয়ে নিজের প্রথম গোল করেন নরওয়ে স্ট্রাইকার। বিরতির পরে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৬-১ করেন হল্যান্ড। উলফসবার্গের হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন রিডল বাকু।

এই জয়ে জার্মান বুন্দেসলিগায় ৩০ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রতে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান করেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

মৃত্যুর হুমকি পেলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান

মৃত্যুর হুমকি পেলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

গোল মেশিন হল্যান্ড

গোল মেশিন হল্যান্ড

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা