ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা একদমই বাজে যাচ্ছে বার্নলির। একের পর এক ম্যাচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে তারা। এমন পরিস্থিতিতে আর কোনো উপায় না পেয়ে দলের কোচ শন ডাইচকে বরখাস্ত করার পথেই হাঁটলো ইংলিশ ক্লাবটি।
এখনো লিগে আট ম্যাচ বাকি আছে বার্নলির। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ডাইচকে বরখাস্ত করতে আর এক ম্যাচও অপেক্ষা করতে রাজি ছিল না দলটি। তাই আট ম্যাচ বাকি থাকতেই ডাইচকে বরখাস্ত করার পথে হেটেছে বার্নলি ম্যানেজমেন্ট।
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে বার্নলি। লিগে ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বিশ দলের মধ্যে ১৮তম স্থানে আছে তারা। ডাইচের কোচিংয়ে সবশেষ টেবিলের তলানিতে থাকা নরিচ সিটির বিপক্ষেও ২-০ গোলে হেরেছে তারা।
তবে ডাইচের জন্য সান্ত্বনা বলতে পুরো কোচিং প্যানেলেই বদল আনছে বার্নলি। সহকারী কোচ ইয়ান ওয়ান, ফার্স্ট-টিম কোচ স্টিভ স্টোন এবং গোলরক্ষক কোচ বিলি মার্সারকেও সরিয়ে দিয়েছে ক্লাবটি।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে রোববারের ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাইক জ্যাকসন, একাডেমি ডিরেক্টর পল জ্নেকিন্স, অনূর্ধ্ব-২৩ গোলরক্ষক কোচ কনর কিং এবং ক্লাবের অধিনায়ক বেন মিকের দায়িত্বে খেলবে ইংলিশ ক্লাবটি।
২০১২ সালের অক্টোবর মাসে বার্নলির দায়িত্ব নেন ডাইচ। এরপর থেকে দলের সাফল্যের জেরে টানা এক দশক তাকে রেখে দেয় ক্লাবটি। ২০২১ সালের সেপ্টেম্বরে ডাইচের সঙ্গে নতুন করে আরও ৪ বছরের জন্য নতুন চুক্তি করে বার্নলি। ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার।
ডাইচের বার্নলি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তার কোচিংয়ে দুইবার চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ারে উত্তীর্ণ হয় বার্নলি। দুই মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ দশেও ছিল তারা। তার অধীনে ২০১৭-১৮ মৌসুমে ৫১ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বাদ পায় বার্নলি।
এক দশকের ক্যারিয়ারে বার্নলির হয়ে ৪২৫ ম্যাচে ডাগআউটে ছিলেন ডাইচ। এর মধ্যে জিতেছেন ১৪৯ ম্যাচ, ড্র করেছেন ১১৮ ম্যাচ, হেরেছেন ১৫৮ ম্যাচ। জয়ের হার মোট ম্যাচের ৩৫ শতাংশ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি