কোচ হিসেবে হোসে মরিনহোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সাফল্য পেয়েছেন। যে কারণে তার নামই হয়ে গিয়েছে ‘স্পেশাল ওয়ান’। এবার আরেকটা নতুন রেকর্ড গড়লেন এই পর্তুগিজ কোচ। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন অনেক নামিদামি কোচকে।
ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোমার কাছে হেরে এফকে বোদো বাদ পড়তেই নতুন এই রেকর্ডের মালিক হয়ে যান মরিনহো। ইউরোপিয়ান লিগের ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা কোচের তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।
ইউরোপিয়ান লিগের সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১১ বার সেমি ফাইনাল খেলেছেন মরিনহো। তিনি পেছনে ফেলেছেন স্কটল্যান্ডের স্যার অ্যালেক্স ফার্গুসন, জার্মানির জুপ হেইঙ্কেস (দুজনেই আটবার), ইতালির কার্লো আনচেলত্তি এবং স্পেনের পেপ গার্দিওলাকে (দুজনেই নয়বার)।
ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে তিনটি ইউরোপীয় প্রতিযোগিতার (চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লীগ এবং কনফারেন্স লিগ) সেমিফাইনালে পৌছানো একমাত্র ও প্রথম কোচ মরিনহো। তার আগে এই তিনটি প্রতিযোগিতার সেমিতে দলকে নিয়ে যেতে পারেননি কেউ। তিনি এই মৌসুমে ট্রফিও জিততে পারেন।
ইউরোপা লিগে লিপজিগের বিপক্ষে হেরে আটলান্টা বাদ পড়ার পর রোমাই একমাত্র ইতালীয় দল যারা এখনো দৌড়ে টিকে আছে। শিরোপা জেতারও সুযোগ রয়েছে তাদের সামনে। আর মাত্র দুই ধাপ পার হতে পারলেই শিরোপার স্বাদ পাবে তারা।
২০১০ সালের পর এই প্রথম কোনো ইতালীয় দল ইউরোপা লিগের সেমিতে উঠেছে। সবশেষ ২০০৯-১০ মৌসুমে ইন্টার তাদের ঐতিহাসিক ট্রেবল জয়ের বছরে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। কাকতালীয় ব্যাপার হলো, সেবারও ইন্টারের কোচ ছিলেন মরিনহো।
স্পোর্টসমেইল২৪/এএইচবি