ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে প্রথম লেগে ড্র করেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে যেকোনো ব্যবধানে জিতলেই নিশ্চিত হতো ইউরোপা লিগের সেমিফাইনাল। তবে সেই কাজটিই করতে পারেনি বার্সেলোনা। ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে কাতালান ক্লাবটি। আর এই ম্যাচ হারের জন্য ফুটবলারদের করা ভুলকেই দায়ী করছেন কোচ জাভি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ফিরতি লেগে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ৩-২ ব্যবধানে ম্যাচ হেরেছে কাতালান ক্লাবটি। আর এই ম্যাচে হারের জন্য নিজেদের করা ভুলকেই দায়ী করেছেন জাভি।
তিনি বলেন, “আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ছিল ফুটবলীয় সমস্যা। বলের নিয়ন্ত্রণ আমাদের ছিল, কিন্তু কীভাবে সুযোগ কাজে লাগাতে হবে, সেটা আমরা বুঝতে পারিনি। এটা ছিল আমাদের ভুল। আমাদের জন্য এটা ছিল দুর্ভাগ্যজনক রাত।”
ঠিক কোথায় কোথায় ভুল করেছেন সেই বিষয়টিও জানিয়েছেন জাভি। তিনি বলেন, “আমরা অনেক ভুল করেছি, দ্বিতীয় গোলটি আমরা খেয়েছিলাম নিজেরা বল হারিয়ে…পেনাল্টিটাও একটা ভুলের ফল। তৃতীয় গোলটি খেয়েছি টাচলাইনের চাপ সামাল দিতে না পেরে…এটা নিয়ে আমাদের কথা হয়েছিল এবং এটা হতে পারে না। আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা (পারফরম্যান্সে) ভালো ছিলাম না, এ কারণে ছিটকে গেছি।”
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে প্রথম লেগে করা ভুলগুলোই এই ম্যাচে করেছে বলেও জানান এই স্প্যানিশ কোচ। বলেন, “প্রথম লেগের পুনরাবৃত্তি এড়াতে আমাদের তিনটা জায়গায় ভালো করার দরকার ছিল। নিবেদন, কম বল হারানো এবং তাদের পাল্টা আক্রমণ থামানোর উপায়টা জানা আর আমরা এগুলো অর্জন করতে পারিনি।”
ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ায় মৌসুমে কোনো শিরোপা জয়ের সম্ভাবনা নেই। লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এই কারণে ট্রফিশূন্য একটি মৌসুম কাটাতে হবে তাদের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর