বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিবেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। এমনও গুঞ্জন উঠেছিল বার্সেলোনার সাথে তার সাথে চুক্তির কথা বার্তা পাকা হয়েছে। শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণার। তবে এইসব সংবাদকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিলেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক মাতেও আলেমানি।
কিছুদিন আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে জানিয়েছিলেন, বুরুশিয়া ডর্টমুন্ড থেকে আরলিং হল্যান্ডকে নিয়ে আসা অসম্ভব। এরপরই গুঞ্জন উঠে লেভানডোস্কিকে কিনছে স্প্যানিশ ক্লাবটি। লেভানডোস্কিও নাকি বার্সায় আসার ব্যাপারে আগ্রহী। এ কারণে বায়ার্ন মিউনিখের নতুন চুক্তি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এই তারকা।
তবে বার্সেলোনার ক্রীড়া পরিচালক এই ঘটনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উয়েফা ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানান লেভানডোস্কির সাথে তাদের কোনো চুক্তি কিংবা কথা-বার্তা হয়নি।
আলেমানি বলেন, “আমাদের সাথে তার কোন (লেভানডোস্কি) চুক্তি হয়নি। এটা সংবাদমাধ্যমের তৈরি করা গুজব। এটি পাতা পূর্ণ করার জন্য ভালো খবর।”
এর আগে বায়ার্ন মিউনিখ জানিয়েছিল এই পোলিশ স্ট্রাইকারকে কোনভাবেই তারা বিক্রি করতে রাজি নয়। তবে স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছিল লেভানডোস্কি বার্সাকে ‘হ্যাঁ’ বলেছেন। এমনকি তিনি তিন-চার বছরের চুক্তিতে ন্যু-ক্যাম্পে আসতে চান। কিন্তু এবার বার্সার ক্রীড়া পরিচালক দিলেন ভিন্ন তথ্য।
৩৩ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার বাভারিয়ানদের হয়ে চ্যাম্পিয়ন লিগে করেছেন ৬৯ গোল। এছাড়াও বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ২৩৫ বার প্রতিপক্ষের জাল ভেদ করেছেন ফিফা বর্ষসেরা এই ফুটবলার। বায়ার্ন মিউনিখের আগে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছিলেন এই লেভানডোভস্কি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর