ইউক্রেন-স্কটল্যান্ডের স্থগিত ম্যাচের তারিখ চূড়ান্ত করেছে উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ১৫ এপ্রিল ২০২২
ইউক্রেন-স্কটল্যান্ডের স্থগিত ম্যাচের তারিখ চূড়ান্ত করেছে উয়েফা

রাশিয়ার আগ্রাসনের কারণে স্থগিত করা হয়েছিল কাতার বিশ্বকাপ প্লে অফের ইউক্রেন এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ। জানানো হয়েছিল, চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। চলতি বছরের ১ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউক্রেন এবং স্কটল্যান্ড ম্যাচের তারিখ চূড়ান্ত করে একটি বিবৃতি দেয়। সেখানেই জানানো হয় ১ জুন এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি আয়োজিত হবে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে।

প্রাথমিক সূচি অনুযায়ী চলতি বছরের ২৪ মার্চ এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। রাশিয়ার আগ্রাসনের কারণে এই ম্যাচ স্থগিতের অনুরোধ জানায় ইউক্রেন। মানবিক দিক বিবেচনায় এই ম্যাচ স্থগিত করে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

প্লে অফের ফাইনালে ইউক্রেন এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ জয়ী দলের প্রতিপক্ষ ওয়েলস। এই ম্যাচ আয়োজিত হবে ৫ মার্চ। এই ম্যাচের ভেন্যু কার্ডিফ। আর প্লে অফ ফাইনাল জয়ী দল জায়গা করে নিবে বিশ্বকাপের মঞ্চে।

১৯৫৮ সালের পর প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি করেছে গ্যারেথ বেলের ওয়েলস। প্লে অফের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইউক্রেন-স্কটল্যান্ডের ম্যাচের জয়ী দল।

প্লে অফ জয়ী চলতি বছরের ২১ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, ইরান এবং যুক্তরাষ্ট্র।

প্লে অফের সেমি-ফাইনাল দিয়ে দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে ইউক্রেন। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

ফিফা-উয়েফায় নিষিদ্ধ, এশিয়ার হয়ে খেলার পরিকল্পনায় রাশিয়া

ফিফা-উয়েফায় নিষিদ্ধ, এশিয়ার হয়ে খেলার পরিকল্পনায় রাশিয়া

নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ