ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২২
ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসিকে বিদায় করে দিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফাইনালে উঠতে হলে ম্যানচেস্টার সিটির বাঁধা টপকাতে হবে ক্লাবটিকে। ফাইনালে উঠার পথে সিটিজেনদের বাঁধা টপকানো নিয়ে খুব বেশি চিন্তিত নন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

চলতি বছরের ২৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। আর দ্বিতীয় লেগে ৫ মে সিটিজেনদের আতিথ্য দিবে লস ব্ল্যাঙ্কোসরা। সেমি-ফাইনালের এই মহারণের আগে সিটিজেনদের নিয়ে চিন্তা করতে চান না লুকা মদ্রিচ।

তার মতে, শিরোপা জিততে হলে যেকোনো বাধাই টপকাতে হবে। আর শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালে পিএসজি এবং চেলসির মতো কঠিন প্রতিপক্ষকে বিদায় করে সেমি-ফাইনালে উঠায় বেশ আত্মবিশ্বাসী কার্লো আনচেলত্তির শিষ্যরা।

মদ্রিচ বলেন, “চ্যাম্পিয়নস লিগ জিততে হলে যেকোনো প্রতিপক্ষকেই হারাতে হবে। ম্যানচেস্টার সিটি শক্তিশালী দল। তবে আমরা আত্মবিশ্বাসী। শেষ দুই রাউন্ডে পিএসজি এবং চেলসিকে হারিয়েছি। তাই ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী আমরা।”

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ১৩ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ এবার ১৪তম ট্রফির খোঁজে আছে। শিরোপা জিততে তাদেরকে পাড়ি দিতে হবে আর মাত্র দুই ধাপ।

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠার পথে কঠিন সব প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে দলটি। শেষ ষোলোতে মেসি-নেইমারদের পিএসজিকে থামিয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। আর কোয়ার্টার ফাইনালে হারিয়েছে চেলসিকে। বড় দুই প্রতিপক্ষকে থামিয়ে রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসী থাকবে, এটাই স্বাভাবিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

সেমিফাইনালের প্রথম লেগে নেই জোয়াও ক্যানসেলো, শঙ্কায় ডি ব্রুইন ও ওয়াকার

সেমিফাইনালের প্রথম লেগে নেই জোয়াও ক্যানসেলো, শঙ্কায় ডি ব্রুইন ও ওয়াকার

বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: রোনালদো নাজারিও

বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: রোনালদো নাজারিও

একজন সেন্টার ফরোয়ার্ডের নিখুঁত উদাহরণ বেনজেমা : আনচেলত্তি

একজন সেন্টার ফরোয়ার্ডের নিখুঁত উদাহরণ বেনজেমা : আনচেলত্তি